কলকাতা পুরসভার জল সরবরাহের ৬০ ইঞ্চি ব্যাসের একটি পাইপ আচমকা ফেটে যাওয়ায় গত রবি এবং সোমবার জলে ভেসেছিল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর।
মঙ্গলবার সেই জমা জলের দুর্ভোগ অনেকটা কাটলেও হাসপাতালের আশপাশের কিছু রাস্তায় এখনও জল দাঁড়িয়ে রয়েছে। যদিও পুর কর্তৃপক্ষের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আজ, বুধবার বেলার মধ্যে সেই জল নেমে যাবে। কিন্তু ৬০ ইঞ্চি ব্যাসের পাইপের ছিদ্র দিয়ে যে পরিমাণ জল বেরিয়ে মাটির নীচে জমা হয়েছে, তা কোথায় ফেলা হবে, সেটা নিয়ে রয়ে গিয়েছে প্রশ্নচিহ্ন।
এর পাশাপাশি জল জমার সমস্যার পরিপ্রেক্ষিতে পুর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, আর জি কর সংলগ্ন পাইপ ফেটে আগেও বিপত্তি হয়েছিল। সেই সময়ে অস্থায়ী ভাবে সেটি মেরামত করা হয়েছিল। কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এর স্থায়ী সমাধান জরুরি। তার জন্য আগামী শনি এবং রবিবার টালা পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ বন্ধ রাখতে হবে। কিন্তু মঙ্গলবার এক নির্দেশিকায় পুর কর্তৃপক্ষ জানান, নাগরিক দুর্ভোগের আশঙ্কায় জল বন্ধ থাকবে শুধু শনিবার। রবিবার সকাল ছ’টা থেকে সরবরাহ স্বাভাবিক হবে।