Advertisement
২০ এপ্রিল ২০২৪
Soumitra Chatterjee

অপু, দুগ্গা দুগ্গা... চোখের জলে, গান স্যালুটে বিদায় সৌমিত্রকে

শেষ হল ‘অপু’র যাত্রা। কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

কিংবদন্তি: টালিগঞ্জে স্টুডিয়োয় বাবাকে স্পর্শ কন্যা পৌলোমী বসুর। —নিজস্ব চিত্র।

কিংবদন্তি: টালিগঞ্জে স্টুডিয়োয় বাবাকে স্পর্শ কন্যা পৌলোমী বসুর। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২০ ১৩:৪২
Share: Save:

প্রয়াত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন বেলভিউ হাসপাতালে। সেখানেই রবিবার দুপুর ১২.১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

‌‌• কেওড়াতলা শ্মশানে শেষ বিদায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

• কেওড়াতলায় গান স্যালুট সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

‌‌‌‌‌‌‌‌• কেওড়াতলায় পৌঁছে গেল সৌমিত্রর দেহ, একটু পরেই শেষকৃত্য

‌‌‌‌‌‌• শেষ যাত্রায় হাঁটছেন দেব, রাজ চক্রবর্তী, কৌশিক সেন-সহ আরও বহু মানুষ।

‌‌‌‌• সৌমিত্রর শেষ যাত্রায় হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ বিশিষ্ট জনেরা।

‌‌• শেষ যাত্রায় সৌমিত্র চট্টোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানের দিকে রওনা রবীন্দ্র সদন থেকে।

‌‌• রবীন্দ্র সদনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাবেন তিনি।

‌‌• রবীন্দ্র সদনে পৌঁছলেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র। তাঁরাও শেষ শ্রদ্ধা জানালেন সৌমিত্রকে।

‌‌• রবীন্দ্র সদনে সৌমিত্র ভক্তদের ভিড়। স্বাস্থ্যবিধি মেনেই চলছে শেষ শ্রদ্ধা জানানো।

‌‌• সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ পৌঁছল রবীন্দ্র সদন। সেখানে শায়িত থাকবে দেহ, সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবেন ‘অপু’-কে।

‌‌• টেকনিশিয়ন স্টুডিওয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ পৌঁছল। শেষ শ্রদ্ধা জানাতে গুণমুগ্ধদের ভিড়।

‌‌• গল্ফগ্রিনের বাড়িতে অসংখ্য সৌমিত্র গুণমুগ্ধের ভিড়। দেহ পৌঁছে গেল বাড়িতে।

‌• ‘আমার বন্ধুকে হারালাম, আমার কমরেডকে হারালাম’, বললেন কন্যা পৌলোমী।

• গল্ফগ্রিনের বাড়িতে পৌঁছে গেল সৌমিত্রের দেহ।

• বেলভিউ হাসপাতাল থেকে বের করা নিয়ে যাওয়া হল সৌমিত্রর দেহ।

হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সৌমিত্রর চট্টোপাধ্যায়ের দেহ।

• রবীন্দ্র সদনে ২ ঘণ্টা শায়িত থাকবে দেহ।

• এদিন দুপুর ১টা নাগাদ মমতা বেলভিউ হাসপাতালে ঢোকেন। সেখানে মেয়ের সঙ্গে কথা বলেন মমতা। এসেছেন রাজ চক্রবর্তী, কৌশিক সেন, ঋদ্ধি সেন। মুখ্যমন্ত্রী এদিন জানান, কেওড়াতলা শ্মশানে গান স্যালুট দেওয়া হবে। তার আগে রবীন্দ্রসদন থেকে শেষযাত্রায় নিয়ে যাওয়া হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

• ‘মানবিক আন্দোলনেও সর্বত্র ছুটে গিয়েছিলেন’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

• সৌমিত্র কন্যা পৌলোমী জানালেন, প্রথমে মরদেহ দুপুর দু’টো নাগাদ নিয়ে যাওয়া হবে গল্ফগ্রিনের বাড়িতে, তারপর টেকনিশিয়ন স্টুডিও, তারপর সেখান থেকে ৩.৩০ মিনিট নাগাদ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখান থেকে কেওড়াতলা শ্মশান।

সৌমিত্র কন্যার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

• সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে বেলভিউ হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‌• বেলভিউ হাসপাতালে শেষ বেশ কয়েকদিন ধরে ভর্তি ছিলেন তিনি। সকাল ১২.১৫ মিনিট নাগাদ প্রয়াত হন তিনি।

• প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE