Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ক্যামেরাই ধরে দিল ‘স্মার্ট’ চোরকে

লম্বা যুবকের পরনে ফুলহাতা শার্ট। পায়ে জুতো। কথাবার্তায় চৌখস। ফোনে কথা বলতে বলতে হাসপাতালের বিভিন্ন বিভাগে ঢুকে যেত সে।

শিবাজী দে সরকার
শেষ আপডেট: ০২ জুন ২০১৭ ১৩:১৪
Share: Save:

লম্বা যুবকের পরনে ফুলহাতা শার্ট। পায়ে জুতো। কথাবার্তায় চৌখস। ফোনে কথা বলতে বলতে হাসপাতালের বিভিন্ন বিভাগে ঢুকে যেত সে। সিসিটিভির ফুটেজে পাওয়া গিয়েছিল ছবিটা। সেই ছবি দেওয়া হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তারক্ষীদের কাছে। তার সূত্র ধরে হাসপাতালের এক চিকিৎসকের ব্যাগ চুরির কিনারা করলেন বৌবাজার থানার তদন্তকারীরা। ধরা পড়েছে অভিযুক্ত।

ধৃতের নাম দীনেশ অগ্রবাল। বাড়ি রাজারহাটে। মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতে তার পুলিশি হেফাজত হয়। পুলিশ জানায়, মাসখানেক আগে বিধাননগরে একটি চুরির ঘটনায় ধরা পড়েছিল দীনেশ। পরে জামিন পায়। পুলিশের দাবি, জামিন পাওয়ার পরেই সে চুরির জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালকে বেছে নিয়েছিল। ওখানে বেশ কয়েকটি চুরির ঘটনার পিছনে দীনেশের হাত রয়েছে বলে অনুমান পুলিশের।

লালবাজার সূত্রে খবর, ৮ মে মেডিক্যাল কলেজের এক জুনিয়র চিকিৎসক অভিযোগ করেন, তাঁর হস্টেল থেকে ল্যাপটপ-ব্যাগ সহ বিভিন্ন জিনিস চুরি গিয়েছে। অভিযোগ দায়েরের পরে স্থানীয় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়। পুলিশ দেখে, ঘটনার দিন এক ব্যক্তি ওই সময়ে ফোনে কথা বলতে বলতে হাসপাতালে ঢুকছে।

পুলিশ জানায়, কথাবার্তায় চৌখস দীনেশ কানে ফোন নিয়ে চিকিৎসকদের কায়দায় কথা বলতে বলতে নানা বিভাগে ঘুরে বেড়াত। কোথাও ল্যাপটপ বা ব্যাগ পড়ে থাকতে দেখলে তার উপরে নজর রাখত। পরে সুযোগ বুঝে সেটি নিয়ে চম্পট দিত। তদন্তকারীরা জানান, চিকিৎসকদের আদব কায়দা, কথাবার্তার ধরন নকল করেছিল দীনেশ। ফলে হাসপাতালের রক্ষীদের পক্ষে বোঝা সম্ভব হতো না, ধোপদুরস্ত পোশাক পরা ওই ব্যক্তি আসলে অপরাধী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE