Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নোটবন্দির বর্ষপূর্তিতে শহর জুড়ে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দুপুরে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। মিছিলে হামলার অভিযোগ তুলে সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। একই ভাবে অশান্তি ছড়িয়েছে রাসবিহারী অ্যাভিনিউতেও।

নোটবন্দির প্রতিবাদে কালা দিবস পালন করছে তৃণমূল। নিজস্ব চিত্র।

নোটবন্দির প্রতিবাদে কালা দিবস পালন করছে তৃণমূল। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৭ ১৬:৩৫
Share: Save:

নোটবন্দির বর্ষপূর্তিতে রাজ্য জুড়ে কালা দিবস পালন করছে বাংলার শাসক দল তৃণমূল। অন্য দিকে, আজকের দিনটিকে কালো টাকা বিরোধী দিবসের ডাক দিয়ে রাজপথে নেমেছে দেশের শাসক দল বিজেপিও। পরস্পর বিরোধী দুই কর্মসূচির জেরে ইতিমধ্যেই শহরের নানা জায়গায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে এই দুই দল।

দুপুরে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। মিছিলে হামলার অভিযোগ তুলে সেন্ট্রাল অ্যাভিনিউ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকেরা। পরে অবরোধ তুলে নিয়ে বউবাজার থানা ঘেরাও করে বিজেপি। দলের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি বেধে যায়।

বৌবাজার থানা চত্বরে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের বচসা।

একই ভাবে অশান্তি ছড়ায় রাসবিহারী অ্যাভিনিউতেও। তৃণমূলের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল মন্তব্য করে বিরোধী দলের লোকজন। সেখান থেকেই কথা কাটাকাটির শুরু। পরে সেটা পৌঁছয় হাতাহাতির পর্যায়ে। পাল্টা অভিযোগ দেশের শাসক দলেরও। তৃণমূল কর্মীরা টালিগঞ্জে বিজেপির মঞ্চ ভাঙচুর করেছে বলে অভিযোগ বিজেপির। ঘটনার প্রতিবাদে টালিগঞ্জ থানা ঘেরাও করে বিজেপি। বিজেপির ্অভিযোগ কার্যত অস্বীকার করেছে তৃণমূল। কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় বলেছেন, ‘‘বচসা হয়েছে, ভাঙচুর হয়নি। অকারণে উত্তেজনা তৈরি করা হচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে বিজেপি।’’

আরজিকরের সামনে প্রধানমন্ত্রীর কুশ পুতুল পোড়াল তৃণমূল কর্মী সমর্থকেরা।

নোটবন্দির প্রতিবাদে এ দিন দুপুর আড়াইটে নাগাদ কলকাতা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরণ সাহার নেতৃত্বে আরজিকর হাসপাতালের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল পুড়িয়েছে তৃণমূল কর্মী সমর্থকেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE