প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে মৃত্যু হল দুই বন্দির। মৃতদের নাম রিয়াজুদ্দিন (৩৫) ও মুমতাজ (৬৫)। জেল সূত্রে খবর, রিয়াজের মৃত্যু হয় রবিবার রাতে এবং মুমতাজের সোমবার সকালে। ৭ মার্চ প্রেসিডেন্সি জেলে আসে রিয়াজ। মাদকাসক্তির জেরে নানা সমস্যা শুরু হয় তার। জেল হাসপাতালে পরিস্থিতির অবনতি হলে তাকে বাঙুরে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। কারা দফতরের খবর, মুমতাজ সুগার ও উচ্চ রক্তচাপে ভুগছিল। হুগলি জেলা জেল থেকে তাকে প্রেসিডেন্সির জেল হাসপাতালে পাঠানো হয়। হৃদরোগে সেখানেই মৃত্যু হয় মুমতাজের। দু’টি ক্ষেত্রেই বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে কারা দফতর।