Advertisement
২০ এপ্রিল ২০২৪

জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত তরুণী

পুলিশ জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম হর্ষিতা খেমকা (২৬)। তাঁর বাড়ি কলকাতার বেহালা থানা এলাকার বুড়ো শিবতলায়। তিনি এক ম্যানেজমেন্ট কলেজের ছাত্রী। পাশাপাশি ওই ছাত্রী ময়দান থানা এলাকায় একটি এসি মার্কেটে পারিবারিক ব্যবসাও দেখাশোনা করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

হর্ষিতা খেমকা।

হর্ষিতা খেমকা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৮
Share: Save:

বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে রওনা হয়েছিলেন মন্দারমণির উদ্দেশে। কিন্তু পথেই জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা

মেরে উল্টে গেল গাড়ি। আর তাতেই মৃত্যু হল গাড়ির সওয়ারি এক তরুণীর। বুধবার সকাল ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৬ নম্বর জাতীয়

সড়কে পাঁচলা থানা এলাকার ধামসিয়ার কাছে। পুলিশ জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম হর্ষিতা খেমকা (২৬)। তাঁর বাড়ি কলকাতার বেহালা থানা এলাকার বুড়ো শিবতলায়। তিনি এক ম্যানেজমেন্ট কলেজের ছাত্রী। পাশাপাশি ওই ছাত্রী ময়দান থানা এলাকায় একটি এসি মার্কেটে পারিবারিক ব্যবসাও দেখাশোনা করেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে কলকাতা থেকে একটি গাড়ি ভাড়া করে দুই তরুণী-সহ চার জন বন্ধু বেরিয়ে পড়েন। পথে এক বন্ধুকে হাওড়া থেকে গাড়িতে তোলেন। তাঁরা ৬ নম্বর জাতীয় সড়ক ধরে মেদিনীপুরের দিকে যাচ্ছিলেন। কিন্তু গাড়ি পাঁচলা ধামসিয়ার কাছে পৌঁছে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উঠে পড়ে এবং রেলিং ভেঙে সার্ভিস রোডে উল্টে যায়। টহলদারি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা পাঁচ জনকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসকেরা হর্ষিতাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন শ্রুতি ও কৌশল সোমানি-সহ আরও দুই যুবক। তবে ওই দুই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। সকলকেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

আহত কৌশল বলেন ‘‘আমি হাওড়া থেকে গাড়িতে উঠেছিলাম মন্দারমণি যাব বলে।’’ পুলিশ জানায়, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি একটি এজেন্সি থেকে ভাড়া নেওয়া হয়। তবে কে গাড়ি চালাচ্ছিলেন এবং কী করে গাড়ি নিয়ন্ত্রণ হারাল তা তদন্ত করে দেখছে পুলিশ। তবে হর্ষিতার বাড়ির কেউ কোনও কথা বলতে চাননি। পরিবারের সদস্যেরা রওনা হয়েছেন মেয়ের দেহ আনার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Road Accident National Highway
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE