Advertisement
২৩ এপ্রিল ২০২৪
West Bengal News

সাঁইথিয়ায় ‘আগ্নেয়াস্ত্র’ নিয়ে তৃণমূলের মিছিল, কমিশনে যাচ্ছে বিজেপি

বিজেপির বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানিয়েছেন, ‘‘আমরা ভিডিয়োটি খতিয়ে দেখছি। এ নিয়ে খুব শীঘ্রই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে।’’

তৃণমূলের মিছিলে সশস্ত্র সমর্থক। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

তৃণমূলের মিছিলে সশস্ত্র সমর্থক। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৯ ১৬:৫৪
Share: Save:

সাঁইথিয়ায় তৃণমূলের সশস্ত্র মিছিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি। জেলা নেতৃত্ব জানিয়েছেন, ওই ভিডিয়ো ফুটেজ নিয়ে কমিশনে নালিশ ঠুকবেন তাঁরা। অন্য দিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরও স্বতঃপ্রণোদিত ভাবে ওই মিছিলের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। ‘খেলনা বন্দুক’ বলে অভিযোগ ওড়ানোর চেষ্টা করলেও এ নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে বুধবার সাঁইথিয়ায় হরিশাড়া এলাকায় একটি বাইক মিছিলের আয়োজন করে তৃণমূল। প্রায় শ’দুয়েক বাইকের মিছিল হরিশাড়ার লেটপাড়া থেকে শুরু করে বুইচা, সোরোলা, কদমখণ্ডী, মোতিপুর, ললিয়াপুর হয়ে বাঘডাঙা মোড় পর্যন্ত যায়। ওই মিছিলেই দেখা যায়, একটি বাইকের পিছনে বসা এক যুবকের মুখ লাল কাপড়ে বাঁধা। প্রকাশ্যেই হাতে একটি ‘আগ্নেয়াস্ত্র’ উঁচিয়ে ধরা। ওই অবস্থাতেই প্রায় পুরো মিছিলেই ছিল ওই বাইক এবং আগ্নেয়াস্ত্র হাতে ওই যুবক।

সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সরব হন বিরোধীরা। এক যোগে সশস্ত্র মিছিলের অভিযোগ তোলেন জেলার বিজেপি এবং সিপিএম নেতৃত্ব। আজ বৃহস্পতিবার এই নিয়ে বিজেপি নেতৃত্বের অন্দরমহলে শুরু হয়েছে আলোচনা। রণকৌশল কী হবে, তা নিয়ে প্রাথমিক আলোচনার পর বিজেপির বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানিয়েছেন, ‘‘আমরা ভিডিয়োটি খতিয়ে দেখছি। এ নিয়ে খুব শীঘ্রই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে।’’ মিছিলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপির রাজ্য নেতৃত্বও। দলের নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘‘আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরব। সাংবাদিকদের হাতে ওই মিছিলের ভিডিয়ো ফুটেজ তুলে দেওয়া হবে। তার পর আগামী কাল শুক্রবার এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হবে।’’

আরও পড়ুন: নিখোঁজের এক সপ্তাহ পর হাওড়া স্টেশন থেকে উদ্ধার নদিয়ার নির্বাচনী আধিকারিক অর্ণব রায়

আরও পড়ুন: মোদীর বিরুদ্ধে বিধিভঙ্গের নালিশ, সমাধান না করেই কমিশনের ঘোষণায় বিভ্রান্তি

তৃণমূল অবশ্য বুধবার থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলের অভিযোগ অস্বীকার করেছে। দলের অঞ্চল কমিটির সভাপতি প্রশান্ত মণ্ডল বলেন, ‘‘ওই মিছিলে কারও হাতে অস্ত্র ছিল বলে খবর পাইনি। যদি কারও হাতে থেকেও থাকে, তা হলে সেটা খেলনা বন্দুক হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE