Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

বিকাশের পাশে আরও বিশিষ্টেরা

বিশিষ্টদের তরফে বিকাশরঞ্জনের পক্ষে আবেদন প্রকাশের অনুষ্ঠানে তৃণমূল জমনায় রাজ্যের অন্যতম অ্যাডভোকেট জেনারেল, পদত্যাগী বিমল চট্টোপাধ্যায়

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ০৩:৫৫
Share: Save:

সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করার স্বার্থে আইনজীবী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সমর্থনের আবেদন জানালেন বিদ্বজ্জন ও বিশিষ্টদের একাংশ। তাঁদের মধ্যে একদা ‘পরিবর্তনপন্থী’ও কেউ কেউ আছেন।

বিশিষ্টদের তরফে আবেদন প্রকাশের অনুষ্ঠানে তৃণমূল জমনায় রাজ্যের অন্যতম অ্যাডভোকেট জেনারেল, পদত্যাগী বিমল চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘তারকারা আইনসভায় গিয়ে রাজ্যের বা দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ সরব হয়েছেন বলে জানা নেই। দেশ-রাজ্যের ভাল-মন্দ, মানুষের হিতের জন্য ধারাবাহিক অনুশীলনও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিকাশ সর্বার্থেই উপযুক্ত।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘বিকাশকে কয়েক দশক ধরে ধারাবাহিক ভাবে গরিব মানুষের স্বার্থে বিনা ফি-তেও লড়াই চালাতে দেখেছি। রাজনৈতিক পরিচয় নিয়ে মাথা ঘামায়নি। বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের পরে ন্যায়-বিচার পেতে তাঁর স্ত্রী প্রতিমার লড়াইয়েরও পাশে থেকেছে বিকাশ।’’

শিক্ষাবিদ পবিত্র সরকারের বক্তব্য, ‘‘বিকাশরঞ্জন প্রকৃতই সাধারণের লোক, নির্বাচিত হলে অচিরেই দেশের অন্যতম সেরা সাংসদও প্রতিপন্ন হবেন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE