Advertisement
২০ এপ্রিল ২০২৪

সিবিআইকে বিঁধলেন গুরুঙ্গের কৌঁসুলি

মদন তামাঙ্গকে খুনের ষড়যন্ত্র ও খুনের অভিযোগে চার্জশিট দিয়েছে সিবিআই। মোর্চা নেতার আইনজীবী মিলন মুখোপাধ্যায় এ দিন কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাইয়ের এজলাশে সওয়াল করার সময়ে বলেন, এই দুই অভিযোগের পক্ষে এখনও কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি সিবিআই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ০২:২১
Share: Save:

মদন তামাঙ্গ হত্যা মামলায় এ বার চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার আবেদন করলেন বিমল গুরুঙ্গ। গুরুঙ্গের হয়ে তাঁর আইনজীবী বুধবার আদালতে একাধিক প্রশ্ন তুলে বলেছেন, এই সংক্রান্ত তথ্যপ্রমাণ এখনও কেন পেশ করল না সিবিআই?

মদন তামাঙ্গকে খুনের ষড়যন্ত্র ও খুনের অভিযোগে চার্জশিট দিয়েছে সিবিআই। মোর্চা নেতার আইনজীবী মিলন মুখোপাধ্যায় এ দিন কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক কুন্দনকুমার কুমাইয়ের এজলাশে সওয়াল করার সময়ে বলেন, এই দুই অভিযোগের পক্ষে এখনও কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি সিবিআই।

মিলনবাবু বলেন, নিকল তামাঙ্গ নামে মোর্চার এক কর্মীই নাকি বিমলকে পরামর্শ দেন, মদনকে খুন করতে হবে। সেই পরমার্শ মেনে বিমলই যে খুনের নির্দেশ দেন, তার কোনও প্রমাণও সিবিআই এখনও দেয়নি। দীনেশ সুব্বাকে বিমলই খুন করতে বলেছিলেন, এই অভিযোগের পক্ষেই বা তথ্যপ্রমাণ কোথায়? দীনেশ যে বিমলের সাক্ষী ছিলেন, সেই মতের পক্ষে কোনও সাক্ষ্য কি দিতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? সর্বোপরি তাঁর প্রশ্ন, সিআইডির চার্জশিটে যেখানে গুরুঙ্গের নাম ছিল না, এমনকী এফআইআরেও ছিল না, সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে আরও তদন্ত করতে গিয়ে কী ভাবে সিবিআই এই অভিযোগ দু’টি আনে?

এ দিন মিলনবাবু একাই সওয়াল করেন। পরের শুনানিতে অন্য পক্ষের তরফেও পাল্টা সওয়াল করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE