Advertisement
২৫ এপ্রিল ২০২৪
State news

পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন, টাটাকে ‘নতুন’ আমন্ত্রণ মমতার

একেই কি বলে ঘুরিয়ে নাক দেখানো! তীব্র আন্দোলন গড়ে তুলে যে গোষ্ঠীকে রাজ্যছাড়া করার বিজয় উৎসব পালন করছেন তিনি, সেই তিনিই আবার সুদূর মিউনিখে সেই গোষ্ঠীকেই রাজ্যে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে রাখলেন!

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৬
Share: Save:

একেই কি বলে ঘুরিয়ে নাক দেখানো!

তীব্র আন্দোলন গড়ে তুলে যে গোষ্ঠীকে রাজ্যছাড়া করার বিজয় উৎসব পালন করছেন তিনি, সেই তিনিই আবার সুদূর মিউনিখে সেই গোষ্ঠীকেই রাজ্যে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে রাখলেন! বুধবার মিউনিখের শিল্প সম্মেলনে ভাষণ দেওয়ার সময় টাটাগোষ্ঠীকে এ রাজ্যে ‘নতুন’ করে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই শিল্প এবং উন্নয়নে জোর দেওয়ার কথা জানিয়ে আসছেন তিনি। মিশনারিজ অব চ্যারিটির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মিউনিখে ছুটে গিয়েছেন সে কারণেই। বুধবার মিউনিখের মঞ্চে দাঁড়িয়ে তাই তিনি উপস্থিত সমস্ত শিল্পপতিকে আগেভাগে আমন্ত্রণ জানিয়ে রাখলেন বেঙ্গল গ্লোবাল সামিটে। যা আগামী ২০ জানুয়ারি কলকাতায় হওয়ার কথা।

এ দিন জার্মানির বহু শিল্প-বাণিজ্য সংস্থার প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। বাংলা যে বিনিয়োগের জন্য কতটা প্রস্তুত তা মমতা তুলে ধরেন বিদেশি শিল্পপতিদের সামনে। জানান, বাংলায় বিনিয়োগ করা মানে শুধু বাংলাতেই বিনিয়োগ করা হবে না। ঘুরপথে এশিয়ায় বিভিন্ন দেশেও সেই বিনিয়োগ করা হবে। কারণ, বাংলাদেশ, নেপাল, মায়ানমারের গেটওয়ে হল বাংলা— যাদের ব্যবসা-বাণিজ্য অনেকাংশে বাংলার উপরেই নির্ভরশীল। তাই বাংলায় বিনিয়োগের সঙ্গে এশিয়ার এই সমস্ত দেশেও বিনিয়োগ করা হবে। অর্থাৎ ডুয়াল লাভ।

আরও পড়ুন: মিউনিখে আজ শিল্প সম্মেলনে মমতা

তাঁর কথায়, একটিও শ্রম দিবস নষ্ট হয় না বাংলায়। শিল্পপতিদের জন্য ডালিতে সাজিয়ে রাখা হয়েছে জমি। তৈরি হয়ে রয়েছে ল্যান্ড পলিসি। বিদ্যুৎ থেকে রাস্তা— যা চান তাই পাওয়া যাবে। কোনও কিছুরই অভাব নেই বাংলায়। বাংলা আসলে ব্যবসা-বাণিজ্যের জন্য প্রস্তুত বাজার। তাই শিল্পপতিদের উদ্দেশে তাঁর বক্তব্য, বিনিয়োগের ইচ্ছা হলেই বাংলার কথা ভাবুন। মিউনিখে শিল্প সম্মেলনে সমস্ত শিল্পপতির সামনে এ ভাবেই বিনিয়োগের পাত্র তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তবে বিনিয়োগ টানতে শুধুমাত্র এই সম্মেলনের দিকে তাকিয়েই বসে নেই তিনি। গতকালই বিএমডব্লিউয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। ভবিষ্যতে কলকাতায় তাদের একটি প্রতিনিধি দল পাঠানোর কথাও স্থির হয়েছে। এখন মুখ্যমন্ত্রীর মিউনিখ সফর কতটা লাভের গুড় আনতে পারে সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mamata bandopadhyay industrial meet munich
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE