Advertisement
২৪ এপ্রিল ২০২৪
md salim

Md. Salim: রথের চাকা কাদায় পড়লে নেমে সকলে মিলে ঠেলে তুলতে হয়, বললেন সেলিম

২০১১ সালের পর থেকে বামেদের ক্রমে ‘জনবিচ্ছিন্ন’ হয়ে পড়া স্বীকার করে সেলিম বলেন, ‘‘মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমরা আগেও স্বীকার করেছি।’’

সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম।

সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১০:৪৫
Share: Save:

বর্তমানের দমবন্ধ করা রাজনৈতিক পরিবেশ থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। আবার একজোট হয়ে বাংলাকে রক্ষা করতে হবে। এমন ডাকই দিলেন সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার আনন্দবাজার অনলাইনের লাইভ আড্ডা ‘অ-জানাকথা’য় সকল বামমনস্ক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সেলিম বলেন, ‘‘কাদায় পড়া রথের চাকা টেনে তোলার মতো করেই আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে।’’

রাজ্যে ৩৪ বছর ক্ষমতায় থাকার পর হঠাৎ ‘জনবিচ্ছিন্ন’ হয়ে যাওয়া বামপন্থীদের মনে কেমন প্রভাব ফেলেছে, এই প্রশ্নের প্রেক্ষিতে সেলিম বললেন, ‘‘রথে আছ কি পথে, এটা বিষয়ই নয়। কমিউনিস্ট দীক্ষা হল— ব্যক্তির চরিত্রগত বৈশিষ্ট্য, আদর্শগত ভিত্তি এবং তিনি লক্ষ্যে অবিচল আছেন কি না।’’ এরই সঙ্গে তিনি বলেন, ‘‘কিন্তু মুশকিল হয়ে যায় যখন তিনি রথে থেকে পথে নামা আর পথে থেকে রথে চড়ার স্বপ্ন ভুলে যান। তা হলেই বিপদ।’’

২০১১ সালের পর থেকে বামেদের ক্রমে ক্রমে ‘জনবিচ্ছিন্ন’ হয়ে পড়ার কথা স্বীকার করে নিয়ে সেলিম বলেন, ‘‘মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিলেন। আমরা আগেও স্বীকার করেছি যে আমরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। কাউকে দোষারোপ করছি না। কিন্তু যাঁরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তাঁদের কাছে ফিরে যেতে হবে। পার্টি সেই কাজটাই করছে।’’ কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপির মতো রাজনৈতিক শক্তিকে পরাস্ত করে আবার জনমানসে প্রাসঙ্গিক হয়ে ওঠার লড়াই যে শক্ত, তা-ও মেনে নিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক।

প্রাসঙ্গিক হয়ে ওঠার এই ল়ড়াইয়ে সব নেতা, কর্মী ও সমর্থকদের একজোট হওয়ার আবেদন জানিয়েছেন সেলিম। তিনি বলেন, ‘‘রথ বা গাড়ির চাকা কাদায় পড়ে যায় যখন, তখন আশপাশে থাকা মানুষজনকে একসঙ্গে মিলে ধাক্কা দিয়ে তা তুলতে হয়। তখন চালককেও আর রথে বসে থাকলে চলবে না। তাঁকেও পথে নেমে কাধ বা হাত দিতে হবে।’’ এ জন্য শুধু বামপন্থী রাজনৈতিক দলই নয়, সমস্ত বামমনস্ক মানুষ ও মঞ্চকে আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাকে রক্ষা করাই এখন তাঁর সব চেয়ে বড় উদ্দেশ্য বলে আনন্দবাজার অনলাইনের সান্ধ্য-আড্ডায় জানালেন সেলিম। তাঁর কথায়, ‘‘মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। হিন্দু, মুসলমান, তফসিলি জাতি-জনজাতি, নারী, পুরুষ, গ্রাম, শহর নির্বিশেষে। এই দমবন্ধ পরিবেশ থেকে মুক্তি পেতেই হবে। তার জন্য আমি লড়ে যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

md salim CPIM West Bengal leftfront
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE