Advertisement
১৬ এপ্রিল ২০২৪

নীরব সমর্থন বাড়ছে, দীপকের দাবি কর্মিসভায়

ধান নয়, ধর্ষণে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের বর্তমান পরিস্থিতি কেমন তা বোঝাতে গিয়ে ধান ও ধর্ষণের তুলনা টানলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তথা দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক সরকার। শুক্রবার বিনপুরে দলীয় এক নির্বাচনী কর্মিসভায় দীপকবাবু বলেন, “বামফ্রন্ট সরকারের আমলে আমাদের রাজ্য ধান ও মাছ উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে ছিল।

বিনপুরে সিপিএমের প্রচার মিছিল।  ছবি: দেবরাজ ঘোষ।

বিনপুরে সিপিএমের প্রচার মিছিল। ছবি: দেবরাজ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৪ ০২:০১
Share: Save:

ধান নয়, ধর্ষণে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের বর্তমান পরিস্থিতি কেমন তা বোঝাতে গিয়ে ধান ও ধর্ষণের তুলনা টানলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক তথা দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য দীপক সরকার। শুক্রবার বিনপুরে দলীয় এক নির্বাচনী কর্মিসভায় দীপকবাবু বলেন, “বামফ্রন্ট সরকারের আমলে আমাদের রাজ্য ধান ও মাছ উৎপাদনে দেশের মধ্যে শীর্ষস্থানে ছিল। আর এখন তৃণমূল ক্ষমতায় আসার পরে নারী নিগ্রহ ও ধর্ষণে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।” উন্নয়নের প্রশ্নে রাজ্য সরকারের প্রবল সমালোচনা করে দীপকবাবু এ দিন বলেন, “পুরোটাই মিথ্যা প্রচার। জঙ্গলমহলে মাত্র দশ শতাংশ কাজ হয়েছে। অথচ প্রচার করা হচ্ছে সব কাজ হয়ে গিয়েছে। গ্রামাঞ্চলে একশো দিনের কাজ-সহ গরিব মানুষের পরিষেবা গুলি নিয়েও যথেচ্ছ মিথ্যাচার চালানো হচ্ছে।” এ দিন তৃণমূল-মাওবাদী সংশ্রবের অভিযোগ করে দীপকবাবু বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন মাওবাদীদের নিয়ে লালগড়ে মিছিল-মিটিং করেছিলেন। জঙ্গলমহলে ভয়াবহ সন্ত্রাসের আবহ তৈরি করেছিল তৃণমূল-মাওবাদী জোট। টানা তিন বছর লাগাতার খুন-সন্ত্রাস করে জঙ্গলমহলের উন্নয়নের গতিকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা হয়েছিল। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমরা মানুষের জন্য কাজ করেছিলাম। তৃণমূল ক্ষমতায় আসার পরে সেই সব প্রাক্তন মাওবাদীরা এখন এলাকায়-এলাকায় শাসক দলের পরিচিত মুখ। আর দাবি করা হচ্ছে জঙ্গলমহলে শান্তি ফিরেছে।” সারদা-কাণ্ড প্রসঙ্গে দীপকবাবু বলেন, “শাসক দলের নেতা-মন্ত্রীরা সারদা কাণ্ডে জড়িয়ে গিয়ে জনপ্রিয়তা হারাচ্ছেন। তাই চলচ্চিত্রের বিভিন্ন দেবদেবীদের মানুষের সামনে হাজির করা হচ্ছে। সিবিআই তদন্ত হলেই সারদা-কাণ্ডে কারা জড়িত তা জানা যাবে।”

বিধানসভা নির্বাচনের পর গত বছর পঞ্চায়েত ও পুরভোটে জঙ্গলমহলে কার্যত ধুয়ে-মুছে গিয়েছিল সিপিএম। পরিবর্তিত পরিস্থিতিতে লোকসভা ভোটের আগে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে বামফ্রন্টের প্রধান শরিক। এ দিন দীপকবাবু বলেন, “বর্তমান সরকারে প্রতি মানুষের মোহভঙ্গ হচ্ছে। আমাদের প্রতি মানুষের নীরব সমর্থন বাড়ছে।”

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী পুলিবিহারী বাস্কের সমর্থনে জঙ্গলমহলে নিয়মিত দলীয় কর্মিসভায় ও নির্বাচনী প্রচার মিছিলে হাজির থাকছেন দীপকবাবু। এদিন বিনপুরে দলীয় প্রার্থী পুলিনবাবুর সমর্থনে প্রচার মিছিলের নেতৃত্বে ছিলেন দীপকবাবু। তবে এ দিন পুলিনবাবু বিনপুরের মিছিলে বা কর্মিসভায় ছিলেন না। দলীয় সূত্রের খবর, পুলিনবাবু এ দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরুলিয়ার বান্দোয়ান বিধানসভা এলাকায় প্রচারে গিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

binpur campaign of cpm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE