Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাজনীতি বলতে বুঝি মানুষের পাশে থাকা: দেব

লোকসভা নির্বাচনে জেতার পর একাধিকবার ঘাটালে এসেছেন এলাকার সাংসদ দীপক অধিকারী। বুধবার দাসপুরে দলের কর্মীদের নিয়ে সভা করলেন তিনি। এছাড়াও বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে পাঁশকুড়ার একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেন। লোকসভা নির্বাচনে ঘাটালের তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়লাভের পর বুধবারই প্রথম নিজের লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এসেছিলেন দেব।

দাসপুরের সোনাখালির কর্মিসভায় তৃণমূল সাংসদ দেব। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

দাসপুরের সোনাখালির কর্মিসভায় তৃণমূল সাংসদ দেব। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৪ ০০:৪২
Share: Save:

লোকসভা নির্বাচনে জেতার পর একাধিকবার ঘাটালে এসেছেন এলাকার সাংসদ দীপক অধিকারী। বুধবার দাসপুরে দলের কর্মীদের নিয়ে সভা করলেন তিনি। এছাড়াও বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে পাঁশকুড়ার একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেন।

লোকসভা নির্বাচনে ঘাটালের তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়লাভের পর বুধবারই প্রথম নিজের লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এসেছিলেন দেব। পাঁশকুড়া প্রতিবন্ধী সহায়ক সমিতির উদ্যোগে বিশ্ব প্রতিবন্ধী দিবস ও শহিদ ক্ষুদিরামের ১২৫ তম জন্ম দিবস পালন উপলক্ষে পাঁশকুড়া পিডব্লিউডি ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসনের তরফে মোতায়েন করা হয়েছিল একশোর বেশি পুলিশ বাহিনী। দেব বলেন, “আমার কাছে রাজনীতি বলতে মানুষের পাশে থাকা। বিশ্বাস করুন আমি রাজনীতির সত্যিই কিছু বুঝি না। তার চেয়ে বরং আমায় জিজ্ঞাসা করুন, আমার ছবি কেমন চলছে তা ভাল বলতে পারব।” এ দিন মাইক বাজিয়ে অনুষ্ঠানের জন্য ময়দানের পাশেই পাঁশকুড়া গার্লস হাইস্কুল ও একটি নার্সারি স্কুলের বার্ষিক পরীক্ষায় অসুবিধার অভিযোগ উঠেছিল। দেব এই প্রসঙ্গ তুলে অনুষ্ঠান মঞ্চে ভাষণ দিতে গিয়ে নিজেই অবশ্য ক্ষমা চেয়ে নেন। অনুষ্ঠানে হাজির ছিলেন পাঁশকুড়ার পুরপ্রধান জাকিউর রহমান খান, রাজ্যের সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা হাজরা, পাঁশকুড়ার প্রাক্তন বিধায়ক তথা সিপিআই নেতা চিত্তদাস ঠাকুর প্রমুখ।

এদিকে অনুষ্ঠান মঞ্চে দেবকে সংবর্ধনা দেওয়ার সময় ঘোষণার দায়িত্বে থাকা পাঁশকুড়ার উপ-পুরপ্রধান নন্দ মিশ্র সংবর্ধনা দেওয়ার জন্য পাঁশকুড়া থানার ওসি বিশ্বজিত হালদারের নাম ঘোষণা করলেও তিনি মঞ্চে ওঠেননি। তমলুকের এসডিপিও রাজ মুখোপাধ্যায় অবশ্য বলেন, “মঞ্চে সাংসদকে সংবর্ধনা জানানোর জন্য ওসির নাম ঘোষণা করা হয়েছিল কি না আমার জানা নেই।” আর ওসি বিশ্বজি হালদার বলেন, “আমি ওই সময় নিরপত্তার কাজে ব্যস্ত ছিলাম। তাই মঞ্চে ওঠার প্রশ্ন নেই।”

পাঁশকুড়ার অনুষ্ঠানে দেব।

এরপর দুপুর তিনটে নাগাদ দেব হাজির হন ঘাটালের আলমগঞ্জে। সেখানে ঘাটাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানেও মোতায়েন ছিল শ’খানেক পুলিশ। এখানের অনুষ্ঠান শেষে সাড়ে চারটে নাগাদ নাগাদ পৌঁছান দাসপুরে দলীয় কর্মিসভায়। গত ১৫ সেপ্টেম্বর খড়্গপুর-২ ব্লক, পিংলা ও সবংয়ে দেবের কর্মিসভায় উত্‌সাহীদের ভিড় ছিল নজরে পড়ার মতো। এমনকী স্কুলের ক্লাস ঘরে দেবের দিকে ফুল ছুঁড়ে দিয়েছিল কয়েকজন পড়ুয়া। নির্বাচনে জেতার পর দাসপুরে এ দিনই ছিল দেবের প্রথম কর্মিসভা। এ দিন দাসপুর-২ ব্লকের সোনাখালি মাঠে হাজার তিনেক দলীয় সমর্থকদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। তবে এই ভিড়ে বাইরের মানুষের আনাগোনা একেবারে ছিল না বললেই হয়। এ দিনের সভায় হাসিমুখে দেব শুধু বলেন, “প্রথমবার সাংসদ হয়েছি তাই আমার অভিজ্ঞতা কম। আমি ঘাটালের মানুষের জন্য কাজ করার জন্য চেষ্টা করছি। আমার কাজ ও ঘাটালের জন্য কাজ, সংসদে যাওয়া দুটোর মধ্যে ব্যালেন্স করছি।” এ দিনের কর্মিসভায় হাজির ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, দাসপুর-২ ব্লক সভাপতি তপন দত্ত-সহ তৃণমূলের অন্যান্য নেতারা।

সাংসদের ভূমিকায়। ঘাটালে ব্যবসায়ী সমিতির অনুষ্ঠানে দেব। পরে দাসপুরে কর্মিসভাও করেন তিনি।
লোকসভা ভোটে জয়ের পর দাসপুরে এটাই ছিল তাঁর প্রথম কর্মিসভা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

প্রার্থী হিসাবে গত এপ্রিলের গোড়ায় প্রচারে এসে দেবের জনপ্রিয়তাও স্পষ্ট হয়ে গিয়েছিল। দেবের প্রচারে আসার খবর পেয়ে কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে ঘাটালের প্রধান সড়ক থেকে অলি-গলি ভরে গিয়েছিল হাজার হাজার মানুষের ঢলে। লোকসভা নির্বাচনের আগে দেব সৌজন্য সাক্ষাত্‌ করেছিলেন ভোটের ময়দানে তাঁর প্রতিদ্বন্দ্বী ঘাটালের সিপিআই প্রার্থী সন্তোষ রাণার সঙ্গে। তাহলে কি এ বার সাংসদ হিসেবে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন? হেসে দেবের উত্তর, “প্রথমে আমি একজন সাধারণ মানুষ। তাই সাংসদ হিসেবে কেন, মানুষ হিসেবে তাঁর কাছে যেতে চাই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

deb tmc daspur meeting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE