মাটির প্রদীপ বা মোমবাতি নয়। এ বার দীপাবলিতে এলইডি আলো দিয়ে ঘর সাজাতে হবে!
মেয়ের আবদারে শহরের একটি বৈদ্যুতিন সামগ্রীর দোকনে এসে এলইডি আলোর খোঁজ করছিলেনর কাঁথির বিশ্বরঞ্জন দাস। তাঁর কথায়, “মেয়ের স্কুলের বন্ধুরা এ বার তাদের বাড়িতেও বৈদ্যুতিন আলোর আলোকসজ্জা করবে বলে জানিয়েছে। সেই শুনে মেয়েরও বায়না এলইডি আলো দিয়েই বাড়ি সাজাতে হবে।” তা হলে কী এলইডি আলোর ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রদীপের আলোর স্নিগ্ধতা?
প্রশ্নের জবাবে বিশ্বরঞ্জনবাবু বলেন, “যুগ পাল্টেছে মশাই। আগে কালীপুজোর সময় আমরা মাটির প্রদীপ, মোমবাতি দিয়ে ঘরে দীপাবলির আলোকসজ্জা করেছি। সে সব এখন হারিয়ে যাচ্ছে। এখনকার ছেলেমেয়েরা প্রদীপ বা মোমবাতির মিনমিনে আলোতে নয়, বৈদ্যুতিন উজ্জ্বল আলোর রঙবেরঙের আলোকমালায় দীপাবলি করতে চায়।” তবে তিনি বলেন, “দীপাবলিতে ঠাকুরের আসনের সামনে জ্বালানোর জন্য দু’চারটে প্রদীপ ও এক প্যাকেট মোমবাতিও অবশ্য কিনতে হবে।”