নেতাইয়ের ৯ বনাম জঙ্গলমহলে সিপিএমের ২৯২! সঙ্গে স্লোগান, ‘ওরা ‘হাত’ ধরেছিল, আমরা ধরিনি’। তাই জঙ্গলমহলে শান্তি বজায় রয়েছে। দলীয় সূত্রে খবর, আসন্ন লোকসভা ভোটের প্রচারে গ্রামে-গঞ্জে এটাই সিপিএমের ‘ক্যাচলাইন’।
২০১১ সালের ৭ জানুয়ারি নেতাই গ্রামে সিপিএম কর্মী রথীন দণ্ডপাটের বাড়ির ছাদ থেকে গুলি চালনার ঘটনায় চার মহিলা-সহ ৯ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সিপিএমের বিরুদ্ধে সশস্ত্র শিবির চালানোর হাতে গরম ‘প্রমাণ’ নিয়ে বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়েছিল তৃণমূল। গত বছর পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রচারের সিংহভাগ জুড়ে ছিল নেতাই-প্রসঙ্গ। সেই ভোটে জঙ্গলমহলে কার্যত ধুয়ে মুছে যায় সিপিএম। এমনকী টানা তিন দশকের বাম ঘাঁটি ঝাড়গ্রাম পুরসভাটিও গত নভেম্বরে নিরঙ্কুশ ভাবে দখল করে নেয় তৃণমূল।
তাই, লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সিপিএমকে কার্যত অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে। সিপিএমও তাই এ বার পাল্টা প্রচারে জঙ্গলমহলের পুরনো সন্ত্রাস পর্বে নিহত নেতা-কর্মীদের সংখ্যাকে হাতিয়ার করছে। সিপিএম সূত্রে খবর, জঙ্গলমহলে মাওবাদী-জনগণের কমিটির সন্ত্রাসপর্বে সিপিএমের ২৬২ জন নেতা-কর্মী খুন হন। অপহৃত ৩০ জন নেতা-কর্মী। সব মিলিয়ে সংখ্যাটা ২৯২। তবে বিচারাধীন নেতাই-কাণ্ডের সম্পর্কে প্রকাশ্যে মন্তব্য করতে চাইছেন না সিপিএমের নেতা-কর্মীরা। প্রতিপক্ষের নেতাই অস্ত্রকে ভোঁতা করতে রাজনৈতিক কৌশল হিসেবে জঙ্গলমহলে নিহত ও অপহৃত মিলিয়ে ২৯২ জনের অঙ্ককে সামনে আনা হচ্ছে।