নতুন প্রাথমিক স্কুল চালুর লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জেলায় সব মিলিয়ে ১২১টি প্রাথমিক স্কুল চালুর লক্ষ্যমাত্রা ধার্য্য হয়েছিল। এর মধ্যে ৯০টি স্কুল শিক্ষা দফতরের অনুমোদন পেয়েছে। বাকি ৩১টি কবে অনুমোদন পাবে, তা নিয়ে সংশয় রয়েছে। সমস্যাটা কোথায়?
জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেল, এ ক্ষেত্রেও জমি-জটই বাধা। কোন জমির উপর নতুন স্কুল গড়ে উঠবে, তা চূড়ান্ত হচ্ছে না। সমস্যার কথা মানছেন কর্তৃপক্ষও। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেন, “কয়েক’টি ক্ষেত্রে জমির সমস্যা রয়েছে। ইতিমধ্যে কিছু ক্ষেত্রে জমির সংস্থান হয়েছে। আশা করি, শীঘ্রই লক্ষ্যমাত্রা পূরণ হবে।” জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি নারায়ণ সাঁতরা বলেন, “কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। সমস্যার সমাধানে পদক্ষেপও করা হচ্ছে। মার্চের মধ্যে বাকি স্কুলগুলোও স্কুল শিক্ষা দফতরের অনুমোদন পেয়ে যাবে বলে আশা করছি।”
২০০৯-’১০ আর্থিক বছরে ১২টি এবং ২০১৩-’১৪ আর্থিক বছরে ১০৯টি, সব মিলিয়ে পশ্চিম মেদিনীপুরে নতুন ১২১টি প্রাথমিক স্কুল চালুর লক্ষ্যমাত্রা ধার্য হয়। কিন্তু ৩১টিই এখনও বিদ্যালয় শিক্ষা দফতরের অনুমোদন পায়নি। জানা গিয়েছে, এই ৩১টির মধ্যে একটির প্রস্তাব বিদ্যালয় শিক্ষা দফতরের বিচারাধীন রয়েছে। ৩টির প্রস্তাব ওই দফতরে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে। ২টির ক্ষেত্রে জমিদাতা পাওয়া গিয়েছে। দ্রুতই জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হওয়ার কথা। ১৬টির ক্ষেত্রে খাস জমিতে স্কুল তৈরির জন্য ব্লকস্তরের পরিদর্শন দলের প্রস্তাব ভূমি ও ভূমি সংস্কার দফতরের বিচারাধীন রয়েছে। বাকি ৯টির জমি চিহ্ণিত করার ক্ষেত্রে ব্লকস্তরের পরিদর্শন দল জানিয়েছে। সেই মতো কাজও শুরু হয়েছে। জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বলেন, “স্কুলগুলো দ্রুত চালু নিয়ে জেলায় স্থায়ী সমিতির বৈঠকে আলোচনা হয়েছে।”