এ যেন টোপ দিয়ে শিকারিকেই জালে ফেলা!
মোটা টাকা লগ্নি করতে চান বলে একটি বেসরকারি বিমা সংস্থাকে জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের এগরার এক ব্যক্তি। সেই মতো ওই বিমা সংস্থার কলকাতা অফিস থেকে এগরায় পাঠানো হয় তাদের কর্মী এক যুবককে। কিন্তু কোনও লগ্নি পাওয়া তো দূরস্থান, উল্টে সেই যুবককেই অপহরণ করে মুক্তিপণ চাইল দুষ্কৃতীরা। আসলে লগ্নি করার কথা বলা ছিল নেহাতই ফাঁদ।
পুলিশ জানায়, বেসরকারি বিমা সংস্থার কর্মী ওই যুবকের নাম অরিত্র পাল। তাঁর বাড়ি আমহার্স্ট স্ট্রিট এলাকায়। অভিযোগ পাওয়ার পরে মামলা রুজু করে তদন্তে নামে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ ও লালবাজারের গুন্ডা দমন শাখা। সোমবার রাতে অরিত্রের বাবাকে সঙ্গে নিয়ে কয়েক জন পুলিশ অফিসার ও কর্মী আত্মীয়ের ভেক ধরে এগরার এরেন্দা গ্রামে যান। অক্ষত অবস্থায় অরিত্রকে উদ্ধার করা হয়েছে। কিন্তু অপহরণকারীদের এক জনকেও মঙ্গলবার রাত পর্যন্ত গ্রেফতার করা যায়নি।