লড়াইটা এতদিন ছিল লাল- সবুজে। এ বার ঘুড়ির বাজারেও ভাগ বসাল গেরুয়া! মেদিনীপুরের বাজারে এখন দেদার বিকোচ্ছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া ঘুড়ি। আজ, বৃহস্পতিবার পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির পরের দিন অর্থাত্ কাল, শুক্রবার বড়াম পুজো। বড়াম পুজোর দিনই শহরে ঘুড়ির উত্সব। শহরে এই সময় ঘুড়ি ওড়ানোর চল রয়েছে। বিশেষ করে শহরের পুরনো পাড়াগুলোয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় ঘুড়ি কাটাকাটির খেলা।
অন্য বছরেও এই সময় বিকোয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেওয়া ঘুড়ি। তবে এ বার সবাইকে টেক্কা দিয়েছে মোদী ঘুড়ি। শহরের ঘুড়ি ব্যবসায়ী মন্টি চন্দ বলেন, “এ বার ঘুড়ির বাজার ভালই। দেদার বিকোচ্ছে মোদী- ঘুড়িও।” তাঁর কথায়, “এক- একজনের এক- এক রকম চাহিদা। তাই আমাদের সব রকমের ঘুড়িই রাখতে হয়েছে।” অন্য এক ঘুড়ি ব্যবসায়ীর কথায়, “সবই হাওয়ার উপর নির্ভর করে! পরিবর্তনের হাওয়ায় গেল বার, তার আগের বার তৃণমূলের প্রতীক সাঁটানো ঘুড়িই ভাল কেটেছিল! এ বার সেখানে মোদী- ঘুড়িই হিট!”
এ বার ঘুড়িতে মোদী। পৌষ সংক্রান্তির আগের দিন বুধবার
মোদী-ঘুড়ি কেনার ভিড় মেদিনীপুরে। ছবি: সৌমেশ্বর মণ্ডল।