Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কী করে জিততে হয় তৃণমূল জানে: শুভেন্দু

এ দিন তিনি বলেন, ‘‘জেলায় গ্রাম পঞ্চায়েতের ৭০০টি আসনে, পঞ্চায়েত সমিতির ১৪৭টি আসনে ও জেলা পরিষদের ৭টি আসনে ইতিমধ্যেই আমাদের জয় নিশ্চিত করেছি।

রবিবার নিমতৌড়িতে দলীয় সভায় শুভেন্দু অধিকারী।

রবিবার নিমতৌড়িতে দলীয় সভায় শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ০১:৪১
Share: Save:

বিরোধীশূন্য পঞ্চায়েত গড়ার লক্ষ্যে তাঁরা অনেকটা এগিয়ে রয়েছেন। রবিবার তমলুকের নিমতৌড়ি পান বাজারে দলের প্রার্থী-কর্মীদের এক সভায় এমনই মন্তব্য করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

এ দিন তিনি বলেন, ‘‘জেলায় গ্রাম পঞ্চায়েতের ৭০০টি আসনে, পঞ্চায়েত সমিতির ১৪৭টি আসনে ও জেলা পরিষদের ৭টি আসনে ইতিমধ্যেই আমাদের জয় নিশ্চিত করেছি। কয়েকটি পঞ্চায়েত সমিতিতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন। কংগ্রেস পারবে না। সিপিএম তো সাইনবোর্ড হয়ে গিয়েছে। ওরা নাকি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে। বিজেপির বিরুদ্ধে লড়াই করে। কিন্তু এখানে আমাদের হারাতে সিপিএম বিজেপির সঙ্গে জোট করেছে।’’ তিনি বলেন, ‘‘ভোট কী করে পেতে হয়, কাজ কী ভাবে করতে হয়, কী করে জিততে হয় তৃণমূল জানে। এখানে তৃণমূলকে কেউ হারাতে পারবে না।’’

জেলায় দলের একাংশের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ও গোষ্ঠীকোন্দলের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘‘হয়তো কোথাও কোথাও স্থানীয় স্তরে আমাদের আচার আচরণের জন্য কারও কারও অভিমান হয়ে থাকতে পারে। কিন্তু আগামী দিনে মমতা বন্দ্যোপাধায় দিল্লিতে যাতে নেতৃত্ব দিতে পারেন সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। কে কোথায় দাঁড়িয়েছে দেখার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও জোড়া ফুল প্রতীক দেখেই ভোট দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE