Advertisement
১০ ফেব্রুয়ারি ২০২৫

সমবায়ে জয়, রামনগরে পদ্ম

তৃণমূলের খাসতালুকে বাড়ছে বিজেপি। পঞ্চায়েত ভোটে দাগ কাটার পরে এ বার পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি সমবায় সমিতির ভোটে বিজেপি-র জয় তেমনই ইঙ্গিত দিচ্ছে। 

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৪
Share: Save:

তৃণমূলের খাসতালুকে বাড়ছে বিজেপি। পঞ্চায়েত ভোটে দাগ কাটার পরে এ বার পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি সমবায় সমিতির ভোটে বিজেপি-র জয় তেমনই ইঙ্গিত দিচ্ছে।

রামনগর ২ ব্লকের নরকুলি বিনোদিনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটের ফলপ্রকাশ হয়েছে বৃহস্পতিবার রাতে। দেখা যাচ্ছে, ১৩ টি আসনের মধ্যে ৯টি বিজেপি সমর্থিতেরা ও বাকি ৪টি আসনে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছেন। এই সমবায়ে গত বোর্ড ছিল বাম সমর্থিত নির্দলের দখলে। বৃহস্পতিবারের নির্বাচনে মোট ৮৭৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭০৩ জন। নির্বাচন পরিচালনা করেন রামনগর জোনের কো-অপারেটিভ ইন্সপেক্টর।

এই জয়ের ব্যাখ্যা দিয়ে বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতি বলেন, “পঞ্চায়েত ভোটের আগে থেকেই তৃণমূল রামনগর জুড়ে আমাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করছে। মানুষ এ সব ভাল ভাবে নিচ্ছেন না। সমবায়ের ফল তারই প্রতিফলন।’’

তবে বিজেপির এই জয়কে প্রকাশ্যে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। রামনগরের বিধায়ক ও তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অখিল গিরি বলেন, “সিপিএম যখন এই সমবায়ে ক্ষমতায় ছিল, তখন যারা ক্ষমতায় ছিল, তারাই বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে। এতে বিজেপির কোনও কৃতিত্ব নেই। তাই আমরা এ সব নিয়ে এখন ভাবছি না।’’

জেলা রাজনীতির পর্যবেক্ষকদের অবশ্য ব্যাখ্যা, বিজেপি-র এই জয় কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ২৪ অগস্ট রামনগর ১ ব্লকের তালগাছাড়ি গ্রাম পঞ্চায়েতে ৭-৬ ব্যবধানে বোর্ড গড়েছে বিজেপি-বাম-নির্দলের সম্মিলিত শক্তি। রামনগরে বিজেপি-র দাগ কাটা শুরু হয়েছিল শঙ্করপুরে মৎস্য জেটিতে বরফ ও মাল ওঠানো-নামানো নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে গেরুয়া শিবিরের বিরোধ দিয়ে। বিজেপি সূত্রের খবর, সেই লড়াইয়ে নৈতিক জয় তৃণমূল বিরোধী লড়াইয়ে বিজেপি-কে অক্সিজেন জোগান দেয়। সেই লড়াইতে বিজেপিকে নেতৃত্ব দিয়েছিলেন প্রাক্তন সেনা কর্মী তপন মাইতি। তিনি তখন বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন। এখন সেই তপনই বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি।

এ বারের নির্বাচনে রামনগর ১ এবং রামনগর ২ এই দুটি পঞ্চায়েত সমিতিতে বিজেপি তেমন ভাল ফল করতে পারেনি। তবে জেলার অন্য জায়গার তুলনায় এই দুই ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে ভাল ফল করেছে বিজেপি। তারপরই তপনকে কাঁথি জেলা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি করেছে। এই সমবায়ের জয় নিয়ে বিজেপি-র রামনগর বিধানসভা পর্যবেক্ষক রমাকান্ত প্রধান বলেন, ‘‘এলাকার মানুষ এই নির্বাচনের মাধ্যমে বার্তা দিয়েছেন, ঠিক ভাবে লড়লে শাসককে হারানো যায়।’’

অন্য বিষয়গুলি:

BJP Co Operative Ramnagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy