তৃণমূলের খাসতালুকে বাড়ছে বিজেপি। পঞ্চায়েত ভোটে দাগ কাটার পরে এ বার পূর্ব মেদিনীপুরের রামনগরে একটি সমবায় সমিতির ভোটে বিজেপি-র জয় তেমনই ইঙ্গিত দিচ্ছে।
রামনগর ২ ব্লকের নরকুলি বিনোদিনী সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির ভোটের ফলপ্রকাশ হয়েছে বৃহস্পতিবার রাতে। দেখা যাচ্ছে, ১৩ টি আসনের মধ্যে ৯টি বিজেপি সমর্থিতেরা ও বাকি ৪টি আসনে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছেন। এই সমবায়ে গত বোর্ড ছিল বাম সমর্থিত নির্দলের দখলে। বৃহস্পতিবারের নির্বাচনে মোট ৮৭৮ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭০৩ জন। নির্বাচন পরিচালনা করেন রামনগর জোনের কো-অপারেটিভ ইন্সপেক্টর।
এই জয়ের ব্যাখ্যা দিয়ে বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তপন মাইতি বলেন, “পঞ্চায়েত ভোটের আগে থেকেই তৃণমূল রামনগর জুড়ে আমাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করছে। মানুষ এ সব ভাল ভাবে নিচ্ছেন না। সমবায়ের ফল তারই প্রতিফলন।’’