Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ভুটভুটি চুরির নালিশ, গণপিটুনি

ভুটভুটি চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ল এক ব্যক্তি। শনিবার সকালে ওই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সুতাহাটা ব্লকের কুঁকড়াহাটিতে। অভিযুক্তকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
সুতাহাটা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ০১:৫২
Share: Save:

ভুটভুটি চুরি করে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ল এক ব্যক্তি। শনিবার সকালে ওই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় সুতাহাটা ব্লকের কুঁকড়াহাটিতে। অভিযুক্তকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার।

স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল ১০টা নাগাদ হুগল়ি নদীতে একটি ভুটভুটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে কয়েকজন সাঁতারে সেখানে যান। মাঝনদীতে নোঙর করা থাকলেও নৌকায় কাউকে দেখা যায়নি। এতে আরও সন্দেহ হয় স্থানীয়দের। ওই সময় কিছুটা দূর থেকে এক ব্যক্তি তাঁদের ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখায় বলে অভিযোগ। তাঁরা চিৎকার করেন।

চিৎকার শুনে আরও একটি ভুটভুটিতে চেপে বেশ কয়েকজন সেখানে পৌঁছন। এরপর অস্ত্র হাতের ওই ব্যক্তিকে বেঁধে নদীর পাড়ে নিয়ে আসা হয়। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে ওই ব্যক্তিকে ধরে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। জনতাদের থামাতে গেলে এক সিভিক ভলান্টিয়ারও মাথায় আঘাত পান বলে দাবি পুলিশের।

স্থানীয় সূত্রের খবর, ওই ভুটভুটি স্থানীয় বাসিন্দা শ্যামল জানার। তিনি বলেন, ‘‘জাল কেনার জন্য গেঁওখালি গিয়েছিলাম। কিন্তু ফিরে এসে দেখি ভুটভুটি ঘাটে বাঁধা নেই। বেশ খানিকটা দূরে ভুটভুটি ভাসতে দেখে স্থানীয়দের জানায়। তারপর তাঁরাই তা উদ্ধার করে নিয়ে আসেন।’’ স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝ নদীতে ইলিশ ধরার জাল পাতা ছিল। ওই অংশে ভুটভুটি আটকে যাওয়ায় তা চুরি করে অন্যত্র নিয়ে যেতে পারেনি ওই ব্যক্তি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সুতাহাটা থানার পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Stealing Motorboat Civic Volunteer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE