এগরা যোগ মিলেছিল আগেই। এবার করোনা আক্রান্তদের তালিকায় জুড়ে গেল জেলার দুই গুরুত্বপূর্ণ এলাকা— তমলুক এবং হলদিয়ার নাম। তমলুকর শহর লাগোয়া শহিদ মাতঙ্গিনী ব্লকের একটি গ্রাম এবং হলদিয়ার দুর্গাচক থানা এলাকার দুই বৃদ্ধ করোনায় আক্রান্ত রয়েছে। তাঁদের লালারসে পাওয়া গিয়েছে ওই ভাইরাসের উপস্থিতি। দু’জনেই কলকাতার দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে খবর, শহিদ মাতঙ্গিনী ব্লকের বছর আশির ওই বৃদ্ধের চার ভাই। এক ভাই পরিবার নিয়ে আলাদাভাবে অন্যত্র থাকেন। বাকি তিন ভাইয়ের যৌথ পরিবার। কলকাতার বড় বাজারে বৃদ্ধের পরিবারের পান ব্যবসা রয়েছে। তা বৃদ্ধ, তাঁর ছেলে এবং এক ভাই দেখাশোনা করেন। ব্যবসা সূত্রের ভিন্ রাজ্যে যাতায়াতও রয়েছে তাঁদের। গত ২৪ মার্চ বিকেলে ওই বৃদ্ধ ও তাঁর আরেক ভাই নিজেদের গাড়িতে তমলুকের গ্রামের বাড়িতে এসেছিলেন। ২৫ মার্চ বিকেল থেকে দেশ জুড়ে লকডাউন শুরু হয়। গ্রামের বাড়িতে থাকার সময়েই বৃদ্ধের জ্বর হয়। তাঁকে প্রথমে এলাকার এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ৩১ মার্চ তমলুক শহরের একটি নার্সিংহোমে এনে চিকিৎসককে দেখান পরিজন।
করোনা উপসর্গ থাকায় ওই নার্সিংহোমের চিকিৎসক কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেন। সেই মতো ওই রাতেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে বৃদ্ধকে ভর্তি করানো হয়। ওই বৃদ্ধের সঙ্গে থাকা তাঁর ছেলে এবং ভাই সেখানে অসুস্থ হওয়ায় তাঁদেরও হাসপাতালে ভর্তি করানো হয়। বৃদ্ধের লালারসের নমুনা রিপোর্ট বুধবার রাতে এসেছে। তাতে দেখা গিয়েছে, ওই বৃদ্ধ করোনা আক্রান্ত।