Advertisement
২৬ সেপ্টেম্বর ২০২৩
Fans

পোস্টার চোখে পড়তেই পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, ক্ষীরপাই স্বাস্থ্যকেন্দ্রে বসল পাখা

চন্দ্রকোনা-১ ব্লকের ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে পাখা নেই। খবর প্রকাশের পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দফতর।

A Photograph of fans

ক্ষীরপাই হাসপাতালে বসানো হল ১১টি দেওয়াল পাখা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ক্ষীরপাই শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ০০:২১
Share: Save:

রোগী ভর্তি করাতে এলে রোগীর পরিবারের সদস্যেরা যেন অবশ্যই সঙ্গে করে পাখা নিয়ে আসেন! মঙ্গলবার গরমের তীব্র দাপটের মধ্যে এমনই নির্দেশ দিয়ে পোস্টার পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বাইরে। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে পাখা নেই। খবর প্রকাশের পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দফতর। হাসপাতালে বসানো হল পর্যাপ্ত পরিমাণে পাখা।

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-১ ব্লকের ক্ষীরপাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে নেই পাখা, তীব্র গরমে চরম অস্বস্তি বোধ করছিলেন রোগীরা এমনই অভিযোগ তুলেছিলেন রোগীর আত্মীয় পরিজনেরা। তাঁদের অভিযোগ ছিল, হাসপাতালে ভর্তি রোগীদের জন্য বাড়ি থেকে আনতে হচ্ছিল পাখা। তা নিয়েও হাসপাতালের দেওয়াল জুড়ে পড়েছিল ব্যাঙ্গাত্মক পোস্টার। আর সেই খবর প্রকাশের পরেই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর। ক্ষীরপাই হাসপাতালে বসানো হল ১১টি দেওয়াল পাখা, বুধবার পাখাগুলি লাগানোর পরেই হাসপাতাল পরিদর্শন করেন চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। তিনি বলেন, “বিষয়টি নজরে আসার পরেই সেখানে ১১টি দেওয়াল পাখা লাগানো হয়েছে। রোগী কল্যাণ সমিতি থেকেই ওই পাখাগুলি লাগানো হয়েছে।” আপাতত গরমে কিছুটা হলেও স্বস্তি ফিরল রোগীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE