Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Kanthi

পথবাতি ‘দুর্নীতি’: কাঁথি পুরসভায় সৌমেন্দুর আমলের ইঞ্জিনিয়ার গ্রেফতার

অতীতেও একাধিক দুর্নীতি মামলায় ওই ইঞ্জিনিয়ার গ্রেফতার হয়েছেন। এ বার পথবাতিকাণ্ডেও বৃহস্পতিবার রাতে দিলীপকে গ্রেফতার করা হয়।

সৌমেন্দু অধিকারী। ফাইল ছবি।

সৌমেন্দু অধিকারী। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ১৪:০৪
Share: Save:

কাঁথি পুরসভা এলাকায় পথবাতি লাগানোর নামে বিপুল টাকার ‘দুর্নীতি’র অভিযোগের তদন্ত করছে পুলিশ। সেই মামলায় এ বার গ্রেফতার হলেন পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার দিলীপ বেরা। তিনি কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীর আমলের ইঞ্জিনিয়ার ছিলেন। অতীতেও একাধিক দুর্নীতি মামলায় তিনি গ্রেফতার হয়েছেন। এ বার পথবাতিকাণ্ডেও বৃহস্পতিবার রাতে দিলীপকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে তমলুক জেলা সদর আদালতে হাজির করানো হবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে পুরসভার রাঙামাটি শ্মশান ‘দুর্নীতি’ মামলায় নাম দিলীপের নাম জড়িয়েছে। অবৈধ ভাবে স্টল বিলিতেও জড়িত থাকার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। পরে আবার আয় বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত একটি মামলাতেও তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রেই দাবি, ওই মামলার তদন্তে নেমে দিলীপের ব্যাঙ্কের লকার তল্লাশির অনুমোদন পেয়েছিল কাঁথি থানার পুলিশ। তমলুক আদালত পুলিশের ওই আবেদনে অনুমতি দেয়। সেই মতো দিলীপের সম্পত্তির হিসাব দেখে চক্ষু চড়কগাছ হয়েছিল পুলিশ আধিকারিকদের।

পুলিশ সূত্রেরই দাবি, একাধিক বিমা সংস্থায় লক্ষ লক্ষ টাকা রয়েছে দিলীপের। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। ইতিমধ্যে ঘটনাটি ঘিরে বিভিন্ন মহলে ব্যাপক শোরগোল হলেও বিষয়টি নিয়ে কেউই মুখ খুলতে চাননি। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘অভিযুক্ত ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু জানানো সম্ভব নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kanthi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE