Advertisement
১৬ এপ্রিল ২০২৪

বছর ২০১৬ সারা

নিয়ম ভাঙার খেলাই ডেকে আনল বিপদ। ভোরবেলায় মন্দারমণির সৈকতে আলাপ হয় দু’দল তরুণ পর্যটকের। একেবারে সিনেমার কায়দায় বেলাভূমিতেই শুরু হয় দু’টি দলের গাড়ির রেস। গাড়ির গতি বাড়তে বাড়তে দেড়শোর কাঁটা ছুঁল।

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০২:৫৪
Share: Save:

নিয়ম ভাঙার খেলা

২১ অগস্ট: নিয়ম ভাঙার খেলাই ডেকে আনল বিপদ। ভোরবেলায় মন্দারমণির সৈকতে আলাপ হয় দু’দল তরুণ পর্যটকের। একেবারে সিনেমার কায়দায় বেলাভূমিতেই শুরু হয় দু’টি দলের গাড়ির রেস। গাড়ির গতি বাড়তে বাড়তে দেড়শোর কাঁটা ছুঁল। তীব্র গতিতে বালির বুকে চক্কর খেতে খেতেই দু’টি গাড়ির একেবারে মুখোমুখি সংঘর্ষ। প্রাণ গেল বৈভব শাণ্ডিল্য (২১), সুরজ দাশগুপ্ত (২২) ও শিবরাজ নস্কর (২২)-এর। মৃত তিন তরুণই কলকাতার বাসিন্দা। জখম হন আরও এক তরুণ।

তারা খসল জোটের

বিজয়রথ থামল চাচার। বিধানসভা ভোটে হেরে গেলেন ১৯৮২ সাল থেকে টানা দশবারের খড়্গপুরের কংগ্রেস বিধায়ক জ্ঞানসিংহ সোহন পাল। বিজেপির রাজ্য সম্পাদক দিলীপ ঘোষের কাছে পরাজিত হন তিনি। নারায়ণগড়েও মহীরুহ পতন। কংগ্রেসের সঙ্গে জোট করেও শেষ রক্ষা হল না। তৃণমূল প্রার্থী প্রদ্যোত ঘোষের কাছে হারতে হল সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে। শুধু সূর্যবাবুর কেন্দ্র নয়, লালশূন্য হল গোটা পশ্চিম মেদিনীপুর জেলা। জেলার ১৯টি বিধানসভা আসনের সবক’টিতেই তৃণমূলের জয়জয়কার। পূর্ব মেদিনীপুরে নিরঙ্কুশ কর্তৃত্ব হারাল তৃণমূল। পূর্বের তিনটি আসনে হারের মুখ দেখতে হল শাসকদলকে।

ঘোষণায় শিল্প-স্বপ্ন

গত সেপ্টেম্বরে সিঙ্গুর উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ালতোড়ে গাড়ি কারখানা তৈরির জন্য আহ্বান জানিয়েছিলেন টাটাদের। সেই মতো দুর্গাবাঁধের সরকারি কৃষি খামারের ওই জমি তুলে দেওয়া হয়েছিল রাজ্য শিল্পোন্নয়ন নিগমের হাতে। বিদ্যুতের সাবস্টেশন, রাস্তার জন্য অর্থও বরাদ্দ হয়েছিল। ভূমি ও ভূমি সংস্কার, পূর্ত দফতরের আধিকারিকরা দফায় দফায় এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। তবে খামারের জমিতে এরপর আর কোনও কর্মকাণ্ড নজরে পড়েনি। এলাকাবাসীর শিল্প-স্বপ্ন রয়ে গিয়েছে তিমিরেই।

‘দলবদলু’র মামলামুক্তি

ইঙ্গিত মিলেছিল আগেই। অবশেষে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। মানসবাবুর ভাই বিকাশ ভুঁইয়া, সবং পঞ্চায়েত সমিতির সভাপতি অমল পণ্ডা আগেই শাসকদলে যোগ দিয়েছেন। ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পরেই মিলল ‘স্বস্তি’। গত বিধানসভা ভোটের সময় সবংয়ের তৃণমূল কর্মী জয়দেব জানা খুনের ঘটনায় মানসবাবু-সহ ২৩ জনের নাম জড়িয়েছিল। সম্প্রতি মেদিনীপুর সিজেএম আদালতে মামলার চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে রাখাই হয়নি মানসবাবু, বিকাশবাবু ও অমলবাবুর নাম। পুলিশের জমা দেওয়া চার্জশিট গ্রহণ করে গত ৭ ডিসেম্বর মানসবাবুদের মামলা থেকে অব্যাহতি দেয় আদালত।

নতুন জেলা ঝাড়গ্রাম

২০১৫ সালে নতুন জেলা ঝাড়গ্রাম গঠনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে নতুন জেলা আত্মপ্রকাশ করার কথা থাকলেও হয়নি। আগামী বছর ১লা বৈশাখ নতুন জেলা আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে।

নিহত কনস্টেবল

৭ জানুয়ারি: রাতে টহলদারির সময় মহিষাদলের কাপাসএড়িয়ার কাছে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন পুলিশ কনস্টেবল নবকুমার হাইত। ধরা হয় মূল অভিযুক্তকে।

নোট-চোটে ঘরে ফেরা

নোটের চোটে টান পড়েছে রুজিতে। ভিন্‌ রাজ্য ছেড়ে তাই ঘরে ফেরার ঢল। সোনার কাজ করতে ঘাটাল, দাসপুর থেকে বহু লোক ভিন্‌ রাজ্যে পাড়ি দেন। যদিও নোট বাতিলের গেরোয় কাজ নেই। বাড়ি ফেরার পর তাঁদের কারও জীবিকা রাজমিস্ত্রির কাজ, কেউ বা আবার সব্জি বেচে দিনযাপন করছেন। নোটবন্দির পর দেশের অন্য জায়গার মতো দুই মেদিনীপুরের ব্যাঙ্ক-এটিএমেও চোখে পড়ল হয়রানির নানা চিত্র।

মুণ্ডহীন দেহ

১৫ অক্টোবর: তমলুকের গড়কিল্লা গ্রামের পান বরজ থেকে উদ্ধার হল তরুণীর মুণ্ডহীন দেহ। দেহের চারিপাশ থেকে তন্ত্রসাধনার সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। কলকাতা থেকে মূল অভিযুক্তকে ধরা হয়।

সেরা পশ্চিম

স্কুল ফুটবলের অনূর্ধ্ব-১৪ বালিকা বিভাগে রাজ্য চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুর। ফাইনালে দক্ষিণ দিনাজপুরের মুখোমুখি হয় পশ্চিম মেদিনীপুর। নির্ধারিত সময় খেলা গোলশূন্য ছিল। সাডেন ডেথ-এ দক্ষিণ দিনাজপুরকে হারিয়ে জয়ী হয় পশ্চিম মেদিনীপুর।

রেলশহরে ‘মাহি’

৩০ সেপ্টেম্বর ২০১৬: মুক্তি পেল মহেন্দ্র সিংহ ধোনির জীবনী নিয়ে তৈরি সিনেমা ‘এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’। রেলের টিকিট পরীক্ষক হিসেবে কাজের সময় মাহি জীবনের বেশ কিছুটা সময় কাটিয়েছেন এই রেলশহরেই। সেই মাহির জীবন নিয়েই সিনেমা, আর খড়্গপুর থাকবে না তা হয় না। খড়্গপুর রেল স্টেশন থেকে সেরসা স্টেডিয়াম, শহরের নানা জায়গায় হয় সিনেমার শ্যুটিং।

উত্তরসূরি ভাই

বিধানসভা ভোটে নন্দীগ্রাম কেন্দ্র থেকে জিতে মন্ত্রী হন শুভেন্দু অধিকারী। বিধায়ক হয়েই সাংসদ পদ থেকে ইস্তফা দেন শুভেন্দুবাবু। শূন্য হয় তমলুক লোকসভা আসন। দাদার ছেড়ে যাওয়া লোকসভা আসনে উপ নির্বাচনে প্রার্থী হন ভাই দিব্যেন্দু অধিকারী। প্রায় পাঁচ লক্ষ ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে কার্যত চুরমার করে জয়ী হন তৃণমূল প্রার্থী।

ঘাটালে প্রাপ্তি

বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বাস্তবায়িত হয়নি। কেন্দ্র-রাজ্য টানাপোড়েনে আটকে প্রকল্পের কাজ। অন্যবারের মতো এ বারও বর্ষায় ঘাটাল শহর-সহ মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ক্ষতি হয় চাষের। যদিও এ বছরই ঘাটাল-চন্দ্রকোনা রাস্তার দু’নম্বর চাতালে উড়ালপুলের উদ্বোধন হয়। দুর্ভোগের মধ্যে স্বস্তির খবর বলতে এ টুকুই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE