Advertisement
২০ মে ২০২৪
Medinipur Police

প্রজাতন্ত্র দিবসের আগে পথবাসীদের কম্বল বিতরণ পুলিশের

কোতোয়ালি থানার এই উদ্যোগ নতুন নয়। এর আগেও মাঝে মধ্যে মেদিনীপুর শহরে ঘুরে ঘুরে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে পথবাসীদের।

শীতের রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছে কোতোয়ালি থানার পুলিশ।

শীতের রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছে কোতোয়ালি থানার পুলিশ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২১ ০১:২৯
Share: Save:

প্রজাতন্ত্র দিবসে প্রাক্কালে রাস্থায় পড়ে থাকা সহায়সম্বলহীন মানুষজনের পাশে দাঁড়াল মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার পুলিশ। প্রবল শীতের রাতে ঘুরে ঘুরে তাঁদের হাতে কম্বল তুলে দিল পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে খবর, কোতোয়ালি থানার এই উদ্যোগ নতুন নয়। এর আগেও মাঝে মধ্যে মেদিনীপুর শহরে ঘুরে ঘুরে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে পথবাসীদের। প্রজাতন্ত্র দিবসের আগের দিন সোমবার রাতে ফের এ ধরনের একটি কর্মসূচি নিয়েছে কোতোয়ালি থানা। কোতোয়ালি থানার একটি দল হাজারখানেক কম্বল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। প্রবল শীতে জবুথবু পথবাসীদের মধ্যে যাঁদের প্রয়োজন রয়েছে, তাঁদের তাদের হাতেই তুলে দেওয়া হচ্ছে কম্বল। পথবাসী ছাড়াও এলাকার বেশ কয়েকটি বাড়িতেও কম্বল দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Medinipur Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE