Advertisement
১৭ এপ্রিল ২০২৪

বৃষ্টিতে বেহাল রাস্তা

বর্ষার নামতে না নামতেই বেহাল রাস্তা। বড় গাড়ি চলাচল বন্ধ, পথ চলা দায় সাধারণ সাইকেল বা রিকশারও।

নিজস্ব সংবাদদাতা
কাঁথি শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০০:১৩
Share: Save:

বর্ষার নামতে না নামতেই বেহাল রাস্তা। বড় গাড়ি চলাচল বন্ধ, পথ চলা দায় সাধারণ সাইকেল বা রিকশারও।

এগরা-১ ব্লকের সাহাড়া গ্রামপঞ্চায়েতের দু’টি রাস্তায় প্রতি বর্ষাতে একই ছবি। চাটলা-কসবাগোলা ও শীপুর-বুড়িগুমটি রাস্তা দু’টিতে যান চলাচল বিপর্যস্ত। ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বাস ও ট্রেকার চলাচল। চাটলা গ্রামের গোবিন্দপ্রসাদ গিরি ও আনন্দমোহন পণ্ডা জানিয়েছেন, আট কিলোমিটার রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকেন। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার হয় না। কয়েকদিনের বৃষ্টিতেই রাস্তাটি ভেঙ্গেচুড়ে খানাখন্দে ভরে গিয়েছে। পথচলাও দুষ্কর।

সাহারা গ্রামপঞ্চায়েত সদস্য ও শীপুর সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক স্বপন দণ্ডপাট জানান, “বহুদিন ধরেই স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন এগরা-১ পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসনকে। কিন্তু কোনও কাজ হয়নি।’’ স্থানীয়দের দাবি, দুটি বাস ও দশ-বারোটি ট্রেকার চলত। কিন্তু খারাপ রাস্তায় ঝুঁকি নেন না বাস, ট্রেকার চালকেরা। তাই বন্ধ হয়ে গিয়েছে সে সব। দুর্ভোগে যাত্রীরা। শীপুর ওয়েল ফেয়ার সোসাইটি ও বাসিন্দারা উল্টোরথের পর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন স্বপনবাবু।

রাস্তা দু’টির বেহাল অবস্থার কথা স্বীকার করেছেন এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ। অমিয়বাবু বলেন, “রাস্তা দু’টি মেরামত ও সংস্কারের জন্য পঞ্চায়েত সমিতি থেকে বারবার জেলা পরিষদে জানানো হয়েছে। কিন্তু জেলা পরিষদের বরাদ্দ না-থাকায় কাজ করা যায়নি।’’ তাঁর দাবি, ওই রাস্তা দু’টি প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্ভূক্ত করে ওই প্রকল্পের আওতায় সংস্কার করা যেতে পারে। সে কথা জানিয়ে জেলা পরিষদকে চিঠিও দিয়েছে পঞ্চায়েত সমিতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rain roads
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE