কলেজের মধ্যে এক ছাত্রকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সজনীকান্ত মহাবিদ্যালয়ে। মৃত ছাত্র কৃষ্ণপ্রসাদ জানা ওই কলেজেরই তৃতীয় বর্ষের ছাত্র। স্মরণকালে কোনও কলেজে এই ভাবে কোনও ছাত্রকে পিটিয়ে খুনের নজির এ রাজ্যে নেই।
পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক করতে এ দিন মেদিনীপুরে এসেছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বৈঠক শেষে সবংয়ের বন্যা পরিস্থিতি দেখতে যাবেন বলে ঠিক করেন মন্ত্রী। সবংয়ের ওই কলেজের ছাত্র সংসদে ক্ষমতায় রয়েছে সিপি। তাই মন্ত্রী এলে সিপি-র ছেলেরাও যাতে তাঁকে অভ্যর্থনা জানাতে যায়, সে জন্য টিএমসিপি চাপ দিচ্ছিল বলে অভিযোগ। সিপি রাজি হয়নি। তা নিয়েই দু’পক্ষের বচসা বাধে। তার জেরেই সিপি-র সদস্য কৃষ্ণপ্রসাদের উপর হামলা হয় বলে অভিযোগ। বাঁশ হাতে টিএমসিপি-র ছেলেরা পিছন থেকে তাঁর উপর চড়াও হয়। শুরু হয় এলোপাথাড়ি মার। একা কৃষ্ণপ্রসাদ রুখে দাঁড়াতে পারেননি। মাথায় গুরুতর চোট লাগে তাঁর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান ওই ছাত্র।
ছাত্র পরিষদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল ছাত্র পরিষদ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। ছাত্র পরিষদের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “ভয়ঙ্কর ঘটনা। টিএমসিপি-এর ছেলেরাই আমাদের সদস্যকে পিটিয়ে খুন করেছে।” যদিও টিএমসিপি-র জেলা সভাপতি রমাপ্রসাদ গিরির বক্তব্য, ‘‘গোলমাল একটা হয়েছিল। তবে মৃত্যুটা নেহাতই দুর্ঘটনা।’’