শুভেন্দু অধিকারীকে আক্রমণ কুণাল ঘোষের। — ফাইল চিত্র
বাড়ির সামনে মাইক বাজিয়ে শান্তি বিঘ্নিত করছে তৃণমূল। এ বার টুইটারে এমন অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুর অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
রবিবার ছিল শুভেন্দুর দলবদলের বর্ষপূর্তি। ২০২০ সালের ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহর হাত থেকে পতাকা নিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। সেই দিনটি শুভেন্দুর বাড়ির কাছে কাঁথির ক্যানাল পাড় এলাকায় মিষ্টি বিলি করেন তৃণমূলের নেতারা। রবিবারই রামনগরের বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি জানিয়ে দেন, শুভেন্দুর তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়ার ইতিহাসকে সামনে রেখে সোমবার কাঁথিতে ‘গদ্দার হঠাও’ দিবস হিসাবে পালন করা হবে। এই আবহে সোমবার একটি ভিডিয়ো টুইট করেন শুভেন্দু। সেইসঙ্গে রাজ্যবাসীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘তৃণমূলের নোংরা সংস্কৃতি আপনারা দেখুন। গত কাল তারা সর্বশক্তি প্রয়োগ করেও আমাকে আটকে রাখতে পারেনি। আজ তারা কোনও অনুমতি এবং ভদ্রতা ছাড়াই আমার বাড়ির সামনে মাইক বাজাচ্ছে।’ আরও একটি টুইটে শুভেন্দু বলেন, ‘ব্যস্ততার কারণে আমি বাড়িতে থাকতে পারি না। কিন্তু আমার ৮৩ বছরের বাবা এবং ৭৪ বছরের অসুস্থ মা আছেন। তাঁরাই এই উপদ্রবের লক্ষ্য।’ ভিডিয়োটি রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অ্যাকাউন্ট এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি টুইটার হ্যান্ডেলের সঙ্গে ট্যাগ করেছেন তিনি।
My busy schedule doesn't allow me to stay at home, but my 83 years old father; Sri Sisir Adhikari & 74 years old ailing mother become target of this nuisance.@MamataOfficial must remember; what goes around comes around.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 20, 2021
Culture conscious people of WB would judge your conscience.
শুভেন্দুর টুইট নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল। পাল্টা টুইট করে বলেন, ‘শুভেন্দু মিথ্যা বলছে। কাঁথিতে ওর বাড়ির সঙ্গে কেউ অন্য আচরণ করেনি। রাজনৈতিক কর্মসূচি হয়েছে। ও যখন রাজনৈতিক জন্মদাত্রীকে কুকথা বলে তখন? ২০১৩, আমি গ্রেফতারের পর আমার ক্যান্সার আক্রান্ত মায়ের সামনে বাড়ির কাছে মাইক বাঁধার সময় মনে ছিল না শুভেন্দু?’
শুভেন্দু মিথ্যা বলছে।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 20, 2021
কাঁথিতে ওর বাড়ির সঙ্গে কেউ অন্য আচরণ করেনি। রাজনৈতিক কর্মসূচি হয়েছে।
ও যখন রাজনৈতিক জন্মদাত্রীকে কুকথা বলে তখন?
2013। আমি গ্রেপ্তারের পর আমার ক্যানসার আক্রান্ত মায়ের সামনে বাড়ির কাছে মাইক বাঁধার সময় মনে ছিল না শুভেন্দু?
রাজনৈতিক বেজন্মা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy