Advertisement
১৮ এপ্রিল ২০২৪

শৌচাগার বানালেই মুখ্যমন্ত্রীর চিঠি

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পের উপভোক্তাদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে বিপিএল তালিকাভুক্ত যে পরিবারে শৌচাগার নেই, সেখানে শৌচাগার তৈরি করে দেওয়া হয়।

সেই শুভেচ্ছাবার্তা। নিজস্ব চিত্র

সেই শুভেচ্ছাবার্তা। নিজস্ব চিত্র

রূপশঙ্কর ভট্টাচার্য
গড়বেতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৫৭
Share: Save:

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে স্কুল পড়ুয়াদের চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের উপভোক্তাদের কাছেও পৌঁছবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি। এ বার সরকারি সাহায্যে যাঁরা বাড়িতে শৌচাগার তৈরি করেছেন তাঁরাও পাচ্ছেন মুখ্যমন্ত্রীর চিঠি। গড়বেতা ১ ব্লক প্রশাসনের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা সেই চিঠি ইতিমধ্যেই বিলি করা শুরু হয়ে গিয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা প্রকল্পের উপভোক্তাদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে বিপিএল তালিকাভুক্ত যে পরিবারে শৌচাগার নেই, সেখানে শৌচাগার তৈরি করে দেওয়া হয়। তবে সরকারি সুবিধা থাকা সত্ত্বেও অনেক পরিবার বাড়িতে শৌচাগার তৈরি করতে চান না। ফলে মাঠেঘাটে শৌচকাজের প্রবণতা পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। গ্রামাঞ্চলের বড় অংশের মানুষ এখনও খোলা আকাশের নীচে শৌচকর্ম করেন। এর ফলে ডায়েরিয়ার মতো পেটের রোগ থেকে নানা ধরণের অসুখে বাসিন্দারা আক্রান্ত হন।

পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, এই প্রকল্পের আওতায় প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরি হোক—সেটাই চাইছে রাজ্য সরকার। তাই উপভোক্তাদের উৎসাহিত করতে মুখ্যমন্ত্রীর সই করা চিঠি দেওয়ার সিদ্ধান্ত। ওই আধিকারিক জানান, ওই চিঠিতে লেখা হয়েছে, ‘‘পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে আপনার গ্রামকে নির্মল করে তোলার লক্ষ্যে আপনার বাড়িতে পারিবারিক শৌচাগার তৈরির জন্য সাহায্য প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ওই চিঠিতে আরও লেখা হয়েছে, ‘‘আগামী দিনেও আপনাকে এই প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করে এই উন্নয়ন যজ্ঞে আরও বেশি করে সামিল হবার সুযোগ পাব।’’

গড়বেতা ১ ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ব্লকে মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় ২২,৭৪২টি পরিবারে শৌচাগার তৈরি করা হয়েছে। সেই সব পরিবারের কাছেই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা চিঠি পাঠানো হবে। গড়বেতার যুগ্ম বিডিও বিশ্বনাথ ধীবর বলেন, ‘‘পঞ্চায়েত কর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীর মাধ্যমে এই চিঠি পাঠানো হবে।’’

মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠানো হচ্ছে বাংলা আবাস যোজনায় বাড়ি করা উপভোক্তাদের পরিবারের কাছেও। গড়বেতা ১ ব্লকে এই প্রকল্পে ৮২৬০টি পরিবারকে বাড়ি করে দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারেই মুখ্যমন্ত্রীর চিঠি পৌছানো শুরু হয়েছে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Toilet Mamata Banerjee Letter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE