Advertisement
২৭ এপ্রিল ২০২৪
TMC

TMC and BJP: শুভেন্দুর মিছিল শেষে খেজুরিতে বিজেপি কর্মীদের ‘হামলা’, অভিযোগ ওড়াল তৃণমূল

বিজেপি-র অভিযোগ, খেজুরিতে মিছিল শেষ করে যখন বাড়ি ফেরার সময় কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল।

বিজেপি কর্মীদের বিক্ষোভ।

বিজেপি কর্মীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
খেজুরি শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৭:২২
Share: Save:

বিজেপি-র মিছিলে খেজুরিতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার খেজুরিতে ‘হার্মাদ মুক্ত দিবস’ পালিত হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বিজেপি-র অভিযোগ, খেজুরির বাঁশগোড়া বাজার থেকে কামারদা বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল শেষ করে তাদের কর্মীরা বাড়ি ফেরার সময় তাঁদের উপর হামলা চালায় তৃণমূল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে জোড়াফুল শিবির।
বিজেপি-র দাবি, তাঁদের সমর্থকদের একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। কয়েক জন নেতা-কর্মীকে অপহরণের অভিযোগও তুলেছে গেরুয়া শিবির। যাঁদের মধ্যে স্থানীয় বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের ভাই-সহ কয়েক জন বিজেপি কর্মকর্তা রয়েছেন বলেও বিজেপি-র অভিযোগ। এর প্রতিবাদে বুধবার বিজেপি কর্মীরা কুঞ্জপুর, ধোবাপুকুরে পথ অবরোধ করেন। এর আগে সোমবার পূর্ব মেদিনীপুরের মারিশদা এলাকায় শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। তা নিয়ে থানায় অভিযোগও দায়ের হয়েছে।

খবর পেয়ে খেজুরি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। যান খেজুরির তৃণমূল নেতা পার্থপ্রতিম দাসও। তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি-র নেতা-কর্মীরা। বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের দাবি, ‘‘বুধবার শুভেন্দু অধিকারীর মিছিলে ব্যাপক জমায়েত হয়েছিল। তাই তৃণমূলের লোকেরা হামলা চালিয়ে বিজেপির লোকেদের ভয় দেখাতে চাইছে।’’ যদিও তৃণমূল নেতা পার্থপ্রতিম বলেন, ‘‘এই হামলার সঙ্গে তৃণমূলের কারও যোগ নেই। বিজেপি-র গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC BJP Khejuri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE