শনিবার সকালে এক বিজেপি কর্মীদের দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা দাঁতন ১ ব্লকের শরশঙ্কা এলাকায়। শাসক দল তৃণমূলের বিরুদ্ধেই খু্নের অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অন্য দিকে, অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে জোড়াফুল শিবির।
মৃতের নাম শ্রীকান্ত পাত্র (৬০)। শনিবার দুপুরে মৃতের স্ত্রী বাসন্তী পাত্র ও ভাই বাবলু পাত্র মেদিনীপুর জেলা বিজেপি-র কার্যালয়ে এসে জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে শ্রীকান্তকে। আগের দিন রাতে খাওয়া-দাওয়ার পর শরশঙ্কা দিঘিতে মাছ ধরতে গিয়েছিলেন শ্রীকান্ত। তার পর আর বাড়ি ফেরেননি। সকালে পরিবারের কাছে খবর পৌঁছয়, গ্রামের বকুলতলা খালের কাছ থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। নাকে রক্তের দাগ আর পাশে দুটো বাঁশ পড়ে থাকতে দেখে স্ত্রীয়ের সন্দেহ, খুন করা হয়েছে তাঁর স্বামীকে। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বলেন, ‘‘দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করছি।’’