Advertisement
২০ এপ্রিল ২০২৪

মুখ্যমন্ত্রী আসছেন, তড়িঘড়ি তাই প্রতীক্ষালয় মেডিক্যালে

মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তড়িঘড়ি রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয় তৈরির কাজ শুরু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরণে যোগ দিতে আগামী সোমবার মুখ্যমন্ত্রীর জেলায় পৌঁছনোর কথা।

নিজস্ব সংবাদদাতা
মেদিনীপুর শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ০২:৩৪
Share: Save:

মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তড়িঘড়ি রোগীর পরিজনদের জন্য প্রতীক্ষালয় তৈরির কাজ শুরু হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরণে যোগ দিতে আগামী সোমবার মুখ্যমন্ত্রীর জেলায় পৌঁছনোর কথা। তার আগেই ওই প্রতীক্ষালয় তৈরির কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর পরিজনদের জন্য তড়িঘড়ি প্রতীক্ষালয় তৈরি শুরু হল কেন? সদুত্তর এড়িয়ে হাসপাতাল সুপার তন্ময় পাঁজার জবাব, “এটা তৈরি হলে রোগীর পরিজনদের সুবিধে হবে।”

মুখ্যমন্ত্রীর আচমকা হাসপাতাল পরিদর্শন নতুন নয়। কলকাতায় মাঝেমধ্যেই তিনি যাতায়াতের পথে হাসপাতাল ঢুঁ মারেন। মেডিক্যালের একাংশ কর্তা মনে করছেন, মেদিনীপুরে এসেও মুখ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করতে পারেন। সেই ভাবনা থেকেই তড়িঘড়ি প্রতীক্ষালয় তৈরির নির্দেশ বলে হাসপাতালেরই এক সূত্রে খবর। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনার নির্দেশে এখন প্রায়ই হাসপাতাল পরিদর্শন করছেন প্রশাসনিক আধিকারিকেরা। দিন কয়েক আগে হাসপাতাল পরিদর্শনে এসে এক প্রশাসনিক আধিকারিক দেখেন, হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের থাকার পর্যাপ্ত জায়গা নেই। এত বড় হাসপাতালে মাত্র একটিই প্রতীক্ষালয়। নতুন প্রতীক্ষালয় হলে তাই সুবিধাই হবে।

নতুন প্রতীক্ষালয়টি হচ্ছে হাসপাতালের নতুন ভবনের ঠিক সামনের দিকে। হাসপাতালের এক সূত্রে খবর, এই জায়গায় সাইকেল স্ট্যান্ড হওয়ার কথা ছিল। এ জন্য অর্থও বরাদ্দ করেছে মেদিনীপুর-খড়্গপুর উন্নয়ন পর্ষদ (এমকেডিএ)। শুরুতে তাই প্রতীক্ষালয় তৈরি নিয়ে খানিক সমস্যাও হয়। হাসপাতালের এক কর্তা অবশ্য বলেন, “তেমন কোনও সমস্যা হয়নি। এখন সাত-পাঁচ ভাবার সময়ও নেই! এক- দু’দিনের মধ্যে প্রতীক্ষালয় তৈরির কাজ শেষ হলেই হল!”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hospital waiting room CM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE