Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জমা জলের দুর্গন্ধে টেকা দায় সিদ্ধায়

ডেঙ্গি রোধে চলছে প্রচার। জল জমিয়ে না রাখার বার্তাও দেওয়া হচ্ছে। কিন্তু সপ্তাহ দু’য়েক জমা জলের দুর্গন্ধে নাজেহাল দশা কোলাঘাটের সিদ্ধা গ্রামের মধ্যপল্লির বাসিন্দাদের।

জমে রয়েছে জল। —নিজস্ব চিত্র।

জমে রয়েছে জল। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ০০:২৬
Share: Save:

ডেঙ্গি রোধে চলছে প্রচার। জল জমিয়ে না রাখার বার্তাও দেওয়া হচ্ছে। কিন্তু সপ্তাহ দু’য়েক জমা জলের দুর্গন্ধে নাজেহাল দশা কোলাঘাটের সিদ্ধা গ্রামের মধ্যপল্লির বাসিন্দাদের।

বুজে গিয়েছে নিকাশি নালা। ৬ জাতীয় সড়কের সিদ্ধা গ্রামের বাজার সংলগ্ন মধ্যপল্লিতে কয়েক ফুট গভীর জল জমে রয়েছে বলে অভিযোগ। প্রাণান্তকর অবস্থার মধ্যেই দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের। দ্রুত জলনিকাশির ব্যবস্থা করার দাবিতে সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েত ও কোলাঘাটের বিডিও-র কাছে লিখিত ভাবে দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জল জমে থাকার সমস্যার কথা স্বীকার করে স্থানীয় সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মায়ারানি সামন্ত বলেন, ‘‘সিদ্ধা গ্রামের মধ্যপল্লিতে জল নিকাশির সমস্যা দীর্ঘদিনের। জাতীয় সড়ক সংলগ্ন নিকাশি ব্যবস্থা অবরুদ্ধ করে নির্মাণ কাজ হওয়ার জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জমা জল বের করার জন্য পাম্প মেশিন বসানো হচ্ছে।’’

বৃহস্পতিবার সকালে ওই গ্রামে গিয়ে দেখা যায় জাতীয় সড়কের পাশে থাকা রুইদাস পাড়া জলমগ্ন। পচা জল কালো হয়ে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়রা বাধ্য হয়ে জমা জল পেরিয়েই যাতায়াত করছেন। এলাকার বাসিন্দা বৃদ্ধ হরেকৃষ্ণ রুইদাস, প্রৌঢ় রতন রুইদাস বলেন, ‘‘জাতীয় সড়কের উল্টো দিকে থাকা দেহাটি খাল দিয়েই মূলত জল বেরিয়ে যায়। ওই খালের সঙ্গে সংযোগের জন্য পাড়ার কাছে জাতীয় সড়কের তলা দিয়ে একটি স্লুইস রয়েছে।’’ তাঁদের অভিযোগ, ‘‘গত কয়েক বছরে এলাকায় জলাজমি ভরিয়ে প্রচুর ঘরবাড়ি তৈরি হয়েছে। ফলে ওই স্লুইস পর্যন্ত জল যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছে । তাই এমন সমস্যা তৈরি হয়েছে।’’

হরেকৃষ্ণবাবু, রতনবাবু বলেন, ‘‘বৃষ্টির জল জমে থাকায় বাড়িঘরের চারিদিক ও রাস্তা ডুবে রয়েছে। ছেলেমেয়েরা স্কুলেও যেতে পারছে না। জমা জল বের করার জন্য গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে গিয়ে দাবি জানিয়ে এসেছি। কিন্তু এখনও সুরাহা হয়নি।’’ স্থানীয় বাসিন্দা গৃহবধূ ছায়া রুইদাস, কাজল রুইদাস বলেন, ‘‘বাড়ির চারিদিকে জল জমে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। একটু ভারী বৃষ্টি হলেই বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে। বাড়ির বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না। বাচ্চাদের জ্বর হচ্ছে। গায়ে র‍্যাশও বের হচ্ছে।’’ এসইউসি নেতা নারায়ণ নায়েকের অভিযোগ, ‘‘এলাকার অধিকাংশ লোকের আর্থিক অবস্থা খারাপ। বাড়ির চারিদিকে জল জমে থাকায় অনেকেই কাজে যেতে পারছেন না। নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের জন্য পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।’’ তাঁর বক্তব্য, ‘‘বর্তমান পরিস্থিতিতে এলাকার বাসিন্দাদের ত্রাণ ও চিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।’’ এ বিষয়ে কোলাঘাটের বিডিও তাপস হাজরা বলেন, ‘‘সিদ্ধা বাজার সংলগ্ন এলাকায় জল নিকাশির সমস্যা রয়েছে। ওই এলাকায় ২৫টি পরিবারের লোকেরা বাস করেন।’’ তিনি আরও বলেন, ‘‘এবিষয়ে স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে জমা জল দ্রুত বের করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়াও স্থায়ী নিকাশি নালা তৈরির জন্য ব্যবস্থা নেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water-log
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE