Advertisement
১৭ এপ্রিল ২০২৪

ঘরের মাঠে জয়ী মহিষাদল

রবিবার থেকেই শুরু হয়েছে রাজ্য ক্লাব লিগ। জেলার সেরারা নেমেছে রাজ্য সেরা হওয়ার লড়াইয়ে। জেলার দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল তার গ্রুপের বাকি দলগুলোর বিরুদ্ধে একটি হোম ম্যাচ এবং একটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। তারপর চারটি গ্রুপের চ্যাম্পিয়ন সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৫ ০০:৩৬
Share: Save:

রবিবার থেকেই শুরু হয়েছে রাজ্য ক্লাব লিগ। জেলার সেরারা নেমেছে রাজ্য সেরা হওয়ার লড়াইয়ে। জেলার দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি দল তার গ্রুপের বাকি দলগুলোর বিরুদ্ধে একটি হোম ম্যাচ এবং একটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। তারপর চারটি গ্রুপের চ্যাম্পিয়ন সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।

পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে মহিষাদল ময়দান ক্লাব এই লিগে যোগ দিয়েছে। রবিবার মহিষাদের রাজ ময়দান প্রাঙ্গণে মহিষদল ময়দান ক্লাবের সঙ্গে চন্দনগরের মিলন সমিতির ফুটবল খেলা হয়। মহিষাদলের দুই অ্যাথলিট পূজা যাদব এবং কাবেরী খাঁড়া খেলা শুরু করেন। ম্যাচ শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই মহিষদল ময়দান ক্লাবের পক্ষ থেকে প্রথম গোলটি করেন শেখ আসিরুদ্দিন। প্রথমার্ধ্বের শেষ মুহূর্তে দ্বিতীয় গোলটি করেন শেখ আসিরুদ্দিন। কিন্তু বিরতির পর পূর্ণ উদ্যমে খেলতে শুরু করে মিলন সমিতি। দ্বিতীয়ার্ধ্বের ২৭ মিনিটের মাথায় চন্দননগর মিলন সমিতির পক্ষে একটি গোল করেন অর্ণব মান্না। তবে শেষ পর্যন্ত সমতা ফেরাতে পারেনি মিলন সমিতি। ২-১ গোলে জয়ী হয় মহিষদল ময়দান ক্লাব।

মহিষাদল ময়দান ক্লাবের সম্পাদক বিপ্লব চক্রবর্তী জানান, নিয়ম অনুযায়ী হোম ম্যাচ আয়োজনের দায়িত্ব নিতে হয় স্থানীয় ক্লাবকেই। যেহেতু মহিষাদলে ম্যাচ হওয়ার কথা ছিল, সেহেতু মহিষদল ক্লাবকেই ম্যাচটি আয়োজনের দায়িত্ব
নিতে হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mahishadal haldia sports state district
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE