Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দলে দ্বন্দ্ব, প্রচারে তাই উমার ভরসা ডাক্তারি

বৃহস্পতিবার বিকেল চারটে। শিলদার লাহাপাড়ার সরু মোরাম রাস্তা ধরে যাওয়ার পথে থমকে দাঁড়াল সাদা গাড়িটা। কলতলায় জল ভরছিলেন অসীমা বেরা, অরুণা বারিক, অঞ্জনা মাইতিরা। চুড়িদারের উপর সাদা অ্যাপ্রন পরা গলায় স্টেথো ঝোলানো আদিবাসী তরুণীকে গাড়ি থেকে নামতে দেখে কিছুটা বিস্মিত তাঁরা।

 শিলদার লাহাপাড়ায় তৃণমূল প্রার্থী উমা সরেন। ছবি: দেবরাজ ঘোষ।

শিলদার লাহাপাড়ায় তৃণমূল প্রার্থী উমা সরেন। ছবি: দেবরাজ ঘোষ।

কিংশুক গুপ্ত
বেলপাহাড়ি শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৪ ০৩:৩৭
Share: Save:

বৃহস্পতিবার বিকেল চারটে। শিলদার লাহাপাড়ার সরু মোরাম রাস্তা ধরে যাওয়ার পথে থমকে দাঁড়াল সাদা গাড়িটা। কলতলায় জল ভরছিলেন অসীমা বেরা, অরুণা বারিক, অঞ্জনা মাইতিরা। চুড়িদারের উপর সাদা অ্যাপ্রন পরা গলায় স্টেথো ঝোলানো আদিবাসী তরুণীকে গাড়ি থেকে নামতে দেখে কিছুটা বিস্মিত তাঁরা। অসময়ে গ্রামে ডাক্তার কেন? ‘অপরিচিতা’ নমস্কার করে জানালেন, “আমি উমা সরেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী।’’

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ থেকে সদ্য ডাক্তারি পাশ করেছেন উমা। রাজনীতির মাঠে আনকোরা। তাই নিজের অর্জিত চিকিত্‌সা বিজ্ঞানের শিক্ষাকেই প্রচারের হাতিয়ার করেছেন আদিবাসী সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী। এ দিন দুপুরে উমা প্রচার শুরু করেন বেলপাহাড়ি থেকে। বিকেলে শিলদার লাহাপাড়ায় পৌঁছে ডাক্তারি শুরু করেন। প্রৌঢ়া অসীমাদেবীর কাছে উমা জানতে চান, “মাসিমা, শরীর এত দুর্বল কেন? আপনার ব্লাড প্রেশার মাপতে হবে।” রক্তচাপ মাপার ফাঁকে জানিয়ে দেন, “শরীরে রক্ত কম হলে ফ্যলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট খেতে হয়। এগুলো তো বিনেপয়সায় স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যায়। খাওয়াদাওয়া ঠিকমতো করবেন। নিয়মিত স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাবেন।” হাতের কাছে ‘ডাক্তারনি’কে পেয়ে শিলদার অরুণা বারিক, রতন হালদার, অঞ্জনা মাইতিরা বলেন, “আমাদের এমন প্রার্থীই দরকার।” গ্রামবাসীদের ধরে ধরে পরামর্শ দিয়ে উমা বলেন, “স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভাল না থাকলে উন্নয়নের সুযোগ সুবিধা নেবেন কী ভাবে?”

দুপুরে উমার প্রচারের শুরুটা কিন্তু মোটেই ভাল ছিল না। গোড়াতেই দলের যুযুধান দুই গোষ্ঠীর কাজিয়ায় হোঁচট খেতে হয়। ঠিক ছিল উমা আমলাশোল থেকে প্রচার শুরু করবেন। বেলা বারোটার মধ্যে বেলপাহাড়ির দলীয় কার্যালয়ে পৌঁছে যান উমা। কিন্তু দলের জেলা নেতারা না পৌঁছনোয় সেখানে দেড় ঘন্টা অপেক্ষা করতে হয় তাঁকে। দেড়টা নাগাদ তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোত্‌ ঘোষরা বেলপাহাড়িতে পৌঁছন। তার অনেক আগেই আমলাশোল থেকে দলীয় মিছিল শুরু হয়ে যায়। ফলে, উমার আর আমলাশোল যাওয়া হয়নি। পরিবর্তে দীনেনবাবুদের সঙ্গে মাওবাদী প্রভাবিত শিমুলপাল অঞ্চলের বালিচুয়ায় একটি দলীয় প্রচার মিছিলে হাঁটেন উমা। আড়াইটে নাগাদ এসে পৌঁছন মন্ত্রী সুকুমার হাঁসদা। এরপর বেলপাহাড়িতে প্রচার মিছিলে সুকুমারবাবু ও দীনেনবাবুর সঙ্গে হাঁটেন উমা। তৃণমূলের গোষ্ঠী রাজনীতিতে দীনেনবাবু ও সুকুমারবাবুর অবস্থান দুই মেরুতে। দীনেনবাবু মুকুল রায়ের অনুগামী। সুকুমারবাবু আবার শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ দিন বেলপাহাড়ির মিছিলেও লোক তেমন হয়নি। ক্ষুব্ধ সুকুমারবাবু প্রকাশ্যেই দলীয় কর্মীদের উদ্দেশে বলেন, “আমি এলাকার মন্ত্রী, অথচ আমাকে না জানিয়ে প্রচার মিছিল হচ্ছে।” মিছিলে লোক না হওয়ার জন্য দীনেনবাবুকে দায়ী করে সুকুমারবাবু বলতে থাকেন, “আমাকে বেকায়দায় ফেলতে এ সব করা হচ্ছে।”

ততক্ষণে উমাকে সঙ্গে নিয়ে বেলপাহাড়ির রাস্তায় জনসংযোগ শুরু করে দেন দীনেনবাবু। গৃহবধূ রাবিয়া বিবি, পান দোকানি তাপস হালদারদের সঙ্গে উমার পরিচয় করিয়ে দিয়ে দীনেনবাবু বলেন, “আপনাদের প্রার্থী। জেতানোর দায়িত্ব আপনাদের।” সুকুমারবাবুও বাসযাত্রী মঙ্গলী নায়েক, জানকী নায়েকদের সঙ্গে উমার পরিচয় করিয়ে দিয়ে বলেন, “আপনাদের প্রার্থী। একে দেখবেন। উমা আমার মতোই চিকিত্‌সক।” বিকেলে শিলদায় দলীয় কার্যালয়ে উমার সামনেই দীনেনবাবু ও সুকুমারবাবু বাকবিতণ্ডায় জড়ান। দিশেহারা উমা তখম চুপই ছিলেন। পরে দীনেনবাবু ফিরে যান। আর উমা যান শিলদার লাহাপাড়ায়। সঙ্গে ছিলেন সুকুমারবাবু। সেখানে ডাক্তারি সেরে ফেরার পথে শিলদায় উমার সমর্থনে কয়েক হাজার লোকের লম্বা মিছিল হয়।

অভিজ্ঞতা ছাড়া কাজ করবেন কী ভাবে? উমার জবাব, “কেউ অভিজ্ঞতা নিয়ে জন্মায় না। মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তব করার আমিও একজন সৈনিক। নেত্রী ও দলের নির্দেশিত পথেই কাজ করব। লোকসভা ভোটে পরিবর্তনের বৃত্ত সম্পূর্ণ করতে হবে।” জেলা সভাপতি দীনেনবাবুও জানাচ্ছেন, “উমা দলের প্রার্থী। জেতানোর দায়িত্ব আমাদের।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

uma soren jhargram belpahari kinshuk gupta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE