Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হলদিয়ার শিল্প-কর্তাকে হেনস্থায় গ্রেফতার এক

হলদিয়ার ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থার এক কর্তার গাড়িতে হামলার ঘটনায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভবানীপুর থানা এলাকার তালপুকুরের বাসিন্দা শেখ আজানুরকে সোমবার হলদিয়া এসিজেএম আদালতে হাজির করানো হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

নিজস্ব সংবাদদাতা
হলদিয়া শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০১:০০
Share: Save:

হলদিয়ার ভোজ্য তেল প্রস্তুতকারক সংস্থার এক কর্তার গাড়িতে হামলার ঘটনায় এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ভবানীপুর থানা এলাকার তালপুকুরের বাসিন্দা শেখ আজানুরকে সোমবার হলদিয়া এসিজেএম আদালতে হাজির করানো হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।

হামলার ঘটনায় তৃণমূলের নাম জড়ানোয় শোরগোল পড়েছে হলদিয়ায়। ধৃত আজানুরকে এলাকার সাধারণ দলীয় কর্মী বলে স্বীকারও করেছেন তৃণমূলের হলদিয়া শহর সভাপতি সাধন জানা। তবে তাঁর দাবি, আজানুর কোনও ভাবেই সমাজবিরোধী কাজে যুক্ত নয়। তিনি বলেন, “ওঁর গ্রেফতারি নিয়ে ধোঁয়াশা রয়েছে।” পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) অমিতাভ মাইতি অবশ্য বলেন, “ওই যুবকের বিরুদ্ধে অতীতে ডাকাতি, হুমকি, ভয় দেখানোর অভিযোগ রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।”

শনিবার হলদিয়ার দেভোগ এলাকার জেভিএলের জেনারেল ম্যানেজার অনিল বানীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। অনিলবাবুর অভিযোগ ছিল, ওই শিল্পসংস্থা থেকে গাড়িতে এইচপিএল লিঙ্ক রোড ধরে টাউনশিপের বাড়িতে ফেরার সময়ে হাতিবেড়িয়ার কাছে তাঁর গাড়িতে হামলা চালায় বাইক আরোহী জনা কয়েক দুষ্কৃতী। রবিবার তিনি হলদিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে পুলিশ জেনেছে, ওই শিল্প সংস্থায় ঠিকাদারের অধীন শ্রমিকেরা গত তিন মাস ধরে পারিশ্রমিক পাননি। সেই কারণে ঠিকাদার ও শ্রমিকদের একাংশ ক্ষুব্ধ ছিল জেনারেল ম্যানেজারের উপরে। অভিযোগ, তাঁদেরই কেউ কারখানার দায়িত্বে সদ্য আসা অনিল বানীকে ভয় দেখাতে দুষ্কৃতীদের নিয়োগ করে। পুলিশের দাবি, সেই দলের সঙ্গে যোগ রয়েছে আজানুরেরও।

সম্প্রতি হলদিয়া ট্রেড সেন্টারে শিল্পসংস্থার প্রতিনিধি, শ্রমিক সংগঠন ও প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠকে তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী হলদিয়ার শিল্প-বান্ধব পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। শিল্পবান্ধব ভাবমূর্তি তুলে ধরে পুলিশ-প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল না দেখে ব্যবস্থা নেওয়ার’। তারই প্রেক্ষিতে, শিল্পকর্তাকে হেনস্থায় অভিযুক্ত তৃণমূল কর্মীর গ্রেফতারিতে খুশি হলদিয়ার শিল্পমহল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tmc leader arrested tmc leader harassment haldia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE