বহু চেষ্টা করেও বন্ধ করা যায়নি প্লাস্টিক প্যাকেটের ব্যবহার। শহর কৃষ্ণনগর তারই ফল ভোগ করছে এই বর্ষাতেও। হালকা বা মাঝারি বৃষ্টিতেই শহরের বেশ কিছু এলাকায় জল জমছে। হিসেব অনুযায়ী এখনও বর্ষা থাকবে আরও মাস খানেক। জমা জল, কাদায় অতিষ্ঠ শহরবাসী অভিযোগের আঙুল তুলছে পুরসভার দিকে।
এ দিকে পুরসভা আবার দায় চাপাতে চাইছে নাগরিকদের উপর। পুরসভার দাবি, কৃষ্ণনগর শহরের নিকাশি ব্যবস্থা আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে। কিন্তু তাতে কী? প্রতিদিন জমে উঠা প্লাস্টিক ক্যারিব্যাগে আটকে যাচ্ছে সেই সব নিকাশি নালার মুখ। বৃষ্টির জল বের হতে পারছে না।
এমনিতেই বহু প্রাচীন শহর কৃষ্ণনগর। আর সে কারণে নিতান্তই অপরিকল্পিত। নিকাশি ব্যবস্থাও অত্যন্ত অবৈজ্ঞানিক ভাবে গড়ে উঠেছে। তার উপর এই প্লাস্টিকের বাড়বাড়ন্ত। পাড়ার নালা থেকে বাজারের নর্দমা সর্বত্রই তার দাপট। বর্ষার আগামী দিনগুলোতে যে সমস্যা আরও বাড়বে, সে কথা পুরসভা থেকে শহরবাসী সকলেই জানেন। তবে পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন চোখে পড়েনি। পুরসভার অবশ্য দাবি তাদের তরফে চেষ্টার কোনও খামতি নেই। নিয়মিত নর্দমা পরিষ্কার করা হয়। কিন্তু ঠিক তার পরমুহূর্তেই আবার এসে জড়ো হয় ক্যারিব্যাগের জঞ্জাল।