দশ বছরের ছেলেটা দোকানের ভিতরেই কেঁদে গড়াগড়ি। এবার ঈদে তার চাই ‘মোদী জ্যাকেট’। নরেন্দ্র মোদীকে এখনও ভাল করে চিনে বা জেনে ওঠা হয়নি, তবু মোদী জ্যাকেট চাই-ই। অনেক চেষ্টা করেও মা বাবা মন ঘোরাতে পারলেন না। শেষ পর্যন্ত হাজার টাকা খরচ করে কিনে দিতেই হল মোদী জ্যাকেট। দেশের প্রধানমন্ত্রীর পোশাকে নিজের ছেলেকে দেখতে কোন বাবা-মার না ভাল লাগে!
শুধু কী দশ বছরের ছেলেটা! মোদী জ্যাকেটে আপ্লুত আট থেকে আশিসকলেই। এবার ঈদের বাজার মেতেছে ওই পোশাকেই।
বাজারে ঢুকলেই চোখে পড়ছে রঙ-বেরঙের মোদী জ্যাকেট, বিভিন্ন বয়সের মানুষের জন্য। কোনটা হাত কাটা, কোনটা ফুল-হাতা। লাল, নীল, সবুজ, হলুদপছন্দের রঙটা বেছে নিলেই হল। তবে সঙ্গে চাই মানানসই কুর্তা-পাজামা। ছোটদের জন্য অবশ্য পুরো সেটটাই পাওয়া যাচ্ছে একসঙ্গে। বড়দের সে সুযোগ নেই। তাই আবার আলাদা করে বানাতে হচ্ছে কুর্তা-পাজামা। তাতেই আক্ষেপ করছেন অনেকে। বিপুল শেখ নামে স্থানীয় এক যুবক তেমনই কুর্তা তৈরি করতে এসেছিলেন দর্জির কাছে। তিনি বললেন, “ছোটদের মতো পুরো সেটটা পাওয়া গেলেই ভাল হত। আলাদা করে বানাতে গিয়ে খরচ বেশি পড়ে যাচ্ছে।”