অপহরণ করে নিয়ে যাওয়া এক নবম শ্রেণির এক ছাত্রীকে বিহারের জনতাবাজার এলাকা থেকে উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। সেই সঙ্গে তার প্রেমিক রাজেশ মণ্ডল নামে এক যুবককেও গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ চাপড়ার শিকরা এলাকার বাসিন্দা নবম শ্রেণির এই ছাত্রীকে অপহরণ করে জনতাবাজারে একটি নাচের দলে বিক্রি করে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে চাপড়া থানার পুলিশ জনতাবাজার থানার পুলিশের সাহায্যে সেই আখড়ায় হানা দিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি আচমকা নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে মেয়েকে না পেয়ে তার বাবা ১৬ ফেব্রুয়ারি চাপড়া থানায় প্রতিবেশী অঞ্জু বিবি ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।