বছর এগারোর নিকোলাস বই পড়ে ভক্ত হয়ে উঠেছিল ইতালি শহরের। ভারি শখ সেখানে বেড়াতে যাওয়ার। ক্যালিফোর্নিয়া থেকে কতই বা দূর ইতালি! সাংবাদিক বাবা একদিন নিকোলাস, তার মা ও বোনকে নিয়ে গাড়ি চালিয়ে ইতালি চললেন। পথে গাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের ছোড়া গুলি লাগে নিকোলাসের মাথায়। ডাক্তারেরা জানান, ‘ব্রেন ডেথ’ হয়েছে ছোট্ট ছেলেটির। নিকোলাসের আর ইতালি দেখা হল না। কিন্তু তার বাবা সিদ্ধান্ত নিলেন সদ্যপ্রয়াত পুত্র বেঁচে থাকুক প্রিয় ইতালিতেই। তবে অন্যভাবে।
হাসপাতালের চিকিৎসকদের তিনি জানান, পুত্রের শরীর দান করতে চান। যাতে ইতালির কয়েকজন অসুস্থ শিশু নিকোলাসের শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ নিয়ে বেঁচে থাকে। শুনে চমকে উঠেছিলেন সকলে। বলা হয়, মরণোত্তর দেহদানের সেই নাকি শুরু।
এক বছর পরে, নিকোলাসের মৃত্যুর দিনে তার বাবা-মা পৌঁছন ইতালির সেই জায়গায়, যেখানে গুলিবিদ্ধ হয়েছিল ছোট্ট নিকোলাস। গিয়ে দেখেন অনেক মানুষ সেখানে। রয়েছে ছোট-ছোট ছেলেমেয়েরা। নিকোলাসের বাবা-মায়ের পরিচয় জানতে পেরে কয়েকজন ছোট ছেলেমেয়ে এসে জড়িয়ে ধরল তাঁদের। ফুটফুটে মারিয়া বলল, ‘‘আমরা সবাই নিকোলাসের শরীরের অংশ নিয়ে বেঁচে আছি। তাই এখন থেকে আমরা সবাই নিকোলাস।’’