Advertisement
২০ এপ্রিল ২০২৪

দারুণ রেজাল্ট, প্রথম পাঁচে না থাকার আক্ষেপ নরেন্দ্রপুরের

প্রতি বছরের মতো এ বারও উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম দশে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ৪৮৭ পেয়ে ষষ্ঠ হয়েছেন দিব্য কান্তি গোলুই।

মিশনের প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্ররা। ছবি: শশাঙ্ক মণ্ডল।

মিশনের প্রধান শিক্ষকের সঙ্গে ছাত্ররা। ছবি: শশাঙ্ক মণ্ডল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০১৬ ১৩:৪৮
Share: Save:

প্রতি বছরের মতো এ বারও উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম দশে রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। ৪৮৭ পেয়ে ষষ্ঠ হয়েছেন দিব্য কান্তি গোলুই। সপ্তম হয়েছেন প্রীতম কুমার সাহু এবং সপ্তর্ষি রায়। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৬। অষ্টম স্থানে রয়েছেন তিন জন। এঁরা হলেন অনির্বাণ পাণ্ডা, সৌমেন ঘোষ এবং শুভজিত্ সেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৫। দশম স্থান অর্জন করেছেন অনুভব দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৩।

মিশনের প্রধান শিক্ষক স্বামী বেদপুরুষানন্দ জানান, ৫৯ জন ছাত্র ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছেন। ৭২ জন পেয়েছেন ৮৫ শতাংশের উপরে। যে ভাবে একের পর এক সাফল্য পাচ্ছে নরেন্দ্রপুর, এর পিছনে কী রহস্য রয়েছে জানতে চাওয়া হলে প্রধান শিক্ষক বলেন, “আমরা এ বার সেরা পাঁচে আসতে পারিনি। আগামী বছরে একটাই চ্যালেঞ্জ থাকবে রাজ্যের মধ্যে সেরা পাঁচে যেন নরেন্দ্রপুর থাকে।”

এ বারের উচ্চমাধ্যমিকে সপ্তম সপ্তর্ষি রায় বলেন, “খুব ভাল লাগছে। বাবা-মা খুব খুশি এই রেজাল্টে।”

আরও পড়ুন...

উচ্চ মাধ্যমিকে প্রথম কলকাতার স্বাগতম, ফলে এগিয়ে পূর্ব মেদিনীপুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narendrapur Ramkrishna Mission Higher Secondary Result
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE