Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মেধা-তালিকা নিয়ে ফের মামলা

বিধিতে বলা হয়েছে, ওয়েটিং লিস্ট-সহ প্যানেল তৈরি করতে হবে ১:১.৪ অনুপাতে। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, সেই অনুপাতের অনেক বেশি প্রার্থীর নাম রয়েছে মেধা-তালিকায়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৫:১২
Share: Save:

বিস্তর আইনি লড়াইয়ের পরে মেধা-তালিকা প্রকাশ করা হয়েছিল। প্রকাশিত তালিকা নিয়ে আবার শুরু হয়ে গেল মামলা-মকদ্দমা। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়মবিধি মেনে উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের মেধা-তালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিছু চাকরিপ্রার্থী। ফলে কাউন্সেলিং তো বটেই, শিক্ষক নিয়োগও অনিশ্চিত হয়ে পড়ল।

বিচারপতি শেখর ববি শরাফের নির্দেশে এসএসসি-কর্তৃপক্ষ সোমবার ওই মেধা-তালিকা প্রকাশ করেন। মেধা-তালিকা প্রকাশ না-করে ৬ জুলাই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেই বিজ্ঞপ্তি খারিজ করার আবেদন জানিয়ে মামলা করেছিলেন কয়েক জন প্রার্থী। বিচারপতি শরাফ ১২ জুলাই নির্দেশ দেন, আগে মেধা-তালিকা প্রকাশ করতে হবে। তার পরে কাউন্সেলিং। এ দিন যাঁরা মামলা করেছেন, তাঁদের আবেদন, নতুন মেধা-তালিকা প্রকাশের নির্দেশ দিক আদালত।

ওই চাকরিপ্রার্থীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী জানান, ২০১৬ সালে এসএসসি-র সংশোধিত বিধিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, ‘পার্সোনালিটি টেস্ট’ এবং বিএডের নম্বরের ভিত্তিতে মেধা-তালিকা প্রকাশ করতে হবে। কাউন্সেলিং হবে তার পরে। কিন্তু সোমবার বিধি মেনে তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশ করা হয়েছে প্রাপ্ত নম্বর ছাড়াই। বিধিতে বলা হয়েছে, ওয়েটিং লিস্ট-সহ প্যানেল তৈরি করতে হবে ১:১.৪ অনুপাতে। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, সেই অনুপাতের অনেক বেশি প্রার্থীর নাম রয়েছে মেধা-তালিকায়। আইনজীবী আশিসবাবু জানান, চলতি সপ্তাহে বিচারপতি শরাফের এজলাসেই নতুন মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE