পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেলে আবার নির্বাচন করার কথা। কিন্তু রাজ্যে এই ধরনের ১১টি পুরসভায় আপাতত ভোট নয়! তার বদলে পুরসভাগুলির দায়িত্ব দেওয়া হচ্ছে প্রশাসকদের হাতে।
রাজ্য সরকার মেয়াদ শেষ হতে চলা ওই ১১টি পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেওয়ায় মুখর হয়েছে বিরোধী শিবির। তাদের বক্তব্য, এই মুহূর্তে ভোট করতে ‘ভয়’ পাচ্ছে বলেই প্রশাসক বসিয়ে নির্বাচন এড়ানোর রাস্তা নিল তৃণমূল সরকার।
আলিপুরদুয়ার, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, ডালখোলা, বালুরঘাট, চাকদহ, পানিহাটি, হাবড়া, ডায়মন্ড হারবার, দুবরাজপুর ও বর্ধমান পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ কয়েক দিনের মধ্যেই শেষ হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, পুজোর ছুটির পরে, ২২ থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওই ১১টি পুরসভায় দায়িত্ব নেবেন প্রশাসকেরা। পুর-নগরোন্নয়ন দফতর ৯ অক্টোবর এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রশাসকের দায়িত্ব পালন করবেন মহকুমাশাসকেরা। পুরসভার দৈনন্দিন কাজ ও নাগরিক পরিষেবা তাঁরাই দেখবেন।