বাড়ি সংলগ্ন রাস্তার উপর দিয়ে জলের পাইপ নিয়ে যাওয়ায় বৃদ্ধ দম্পতিকে মারধর ও গালিগালাজ করার অভিযোগ উঠেছে দুই যুব তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ওই দম্পতির পুলিশে অভিযোগ জানানোয় সোমবার রাতে কয়েক দফায় তাদের বাড়িতে ইট ও মদের বোতল ছোড়ে অভিযুক্তরা। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজার পুরসভার ২নম্বর ওর্য়াডের মকদমপুর এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত ওই বৃদ্ধ দম্পতির পরিবার।
মঙ্গলবার দুপুরে ফের তারা ইংরেজবাজার থানায় অভিযোগ করেন। এই ঘটনায় মুল অভিযুক্তরা অধরা থাকলেও তাদের বাবাকে এদিন দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।, ধৃতের নাম কনকেশ্বর সরকার। তিনি অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কনকেশ্বর সরকারের পাশের বাড়িতেই থাকেন সুনীল কুন্ডু(৭৫) ও তাঁর স্ত্রী চন্দ্রসেনা দেবী। ৩৬ ইঞ্চি চওড়া একটি ছোট রাস্তা দিয়ে এই দুই পরিবারের লোকজন যাতায়াত করেন। সোমবার এই রাস্তার উপর দিয়ে তাদের দেওয়াল ঘেঁষে পুরসভার জলের পাইপ লাইন নিয়ে যান সুনীল বাবুরা। এতে আপত্তি জানান কনকেশ্বর বাবু ও তাঁর দুই ছেলে পলাশ ও পার্থ। এরই জেরে সোমবার বাড়িতে চড়াও হয়ে ওই বৃদ্ধ দম্পতিকে মারধর করে তারা। ওই বৃদ্ধ দম্পতি ইংরেজবার থানায় তিন জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।