ছাত্র সংসদ নির্বাচনে বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারায় নির্বাচনই হল না আলিপুরদুয়ারের চারটি কলেজে। শুক্রবার আলিপুরদুয়ার কলেজ, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়, বিবেকানন্দ কলেজ ও জয়গাঁ ননী ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রার্থীদের বিজয়ী বলে ঘোষণা করল কলেজ কর্তৃপক্ষ। এই চারটি কলেজই এখন বিরোধী শূন্য।
বিরোধীদের মনোনয়ন তুলতে না দেওয়ায় এই চারটে কলেজে বিরোধী ছাত্র সংগঠন গুলির প্রতিনিধিরা মনোনয়ন পত্র জমা দিতে পারেনি। ফলে শুক্রবার ছাত্র সংসদের নির্বাচন থাকলেও এই কলেজগুলিতে ভোট হয়নি। পরে আলিপুরদুয়ার কলেজের ৪৬টি, আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয়ের ১৭টি, বিবেকানন্দ কলেজের ২৯টি ও জয়গাঁ ননী ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয়ের ২৫টি আসনে তৃণমূল ছাত্র পরিষদের প্রার্থীদের বিজয়ী বলে ঘোষণা করা হয়।
এসএফআইয়ের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রজত দেবনাথের অভিযোগ, ১২ ও ১৩ জানুয়ারি মনোনয়ন তোলার দিন থাকলেও তার আগে থেকে টিএমসিপির সমর্থকরা তাদের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। এরই প্রতিবাদে তাঁরা ভোট বয়কটের সিদ্ধান্ত নেন। একই দাবি করেন ছাত্র পরিষদের জেলা সভাপতি সুব্রত সাহা। তিনি বলেন,“তৃণমূল ছাত্র পরিষদের সন্ত্রাসের জেরেই আমরা নির্বাচন বয়কট করেছি।”