এসজেডিএ কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামনের বদলির নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা দায়ের হল। সোমবার শিলিগুড়ি আদালতের ৩ জন আইনজীবী ওই মামলাটি দায়ের করেছেন।
মামলাকারী আইনজীবীদের অন্যতম কিসানলাল লোহিয়ার দাবি, শিলিগুড়ি আদালতের সিভিল জজ জুনিয়র ডিভিশন মামলাটি গ্রহণ করে কেন বদলির নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন। মামলাকারী আইনজীবীদের তরফে বিষয়টি শিলিগুড়ির পুলিশ কমিশনারের দফতরেও জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। শিলিগুড়ির বর্তমান পুলিশ কমিশনার জগ মোহন। তিনি বলেন, “আদালতের নির্দেশ সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে।” এসজেডিএ-এর দুর্নীতি সংক্রান্ত অভিযোগের মামলায় মালদহের তৎকালীন জেলাশাসক তথা এসজেডিএ-এর প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গোদালাকিরণ কুমারকে গত ৩০ নভেম্বর গ্রেফতার করে পুলিশ। তারপরে শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁকে কমপালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়। রাতারাতি জামিন পেয়ে যান গোদালাও।
ওই ঘটনার পরে তা নিয়ে উচ্চ আদালতে দু’টি জনস্বার্থ মামলা হয়েছে। এ বার শিলিগুড়ি আদালতে মামলা করেন ৩ আইনজীবী কিসানলাল লোহিয়া, রতন কুমার বাগচি এবং সঞ্জয় পাতদিয়া।