যুব লিগের মিছিলে পুলিশি হামলা ও চাকুলিয়ার ফরওয়ার্ড ব্লক বিধায়ক আলি ইমরান রমজকে নিগ্রহকারী পুলিশ অফিসারের শাস্তির দাবি জানিয়ে শিলিগুড়ির পুলিশ কমিশনার জগমোহনকে স্মারকলিপি দিলেন দার্জিলিং জেলা ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। শনিবার, জেলা ফব সম্পাদক অনিরুদ্ধ বসুর নেতৃত্বে দলের পক্ষ থেকে শিলিগুড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির ওসি মহেশ সিংহের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়।
পুলিশের দাবি, তাঁকে চিনতে না পেরেই তাঁর কলার ধরা হয়েছিল। শিলিগুড়ি পুলিশের এসিপি তপনআলো মিত্র বলেন, “উনি বাইরের বিধায়ক, ওইদিন হাসমিচকে যানজট তৈরি হওয়ায় পথচারীদের অসুবিধা হচ্ছিল। সাধারণ সমর্থক মনে করেই ওই ঘটনা হয়ে যায়। পরে তাঁর পরিচয় পেয়ে তাঁকে সম্মান জানানো হয়েছে।” ওসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে শিলিগুড়ির এসিপি বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”
এ নিয়ে আগামী সপ্তাহেই বিধানসভায় অধ্যক্ষের কাছে প্রতিবাদ জানাবেন বিধানসভার পরিষদীয় দলনেতারা, জানিয়েছেন ইমরান। দার্জিলিং জেলা বামফ্রন্টের পক্ষ থেকে সোমবার দার্জিলিংয়ে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে জেলা বামফ্রন্টের পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচি ঠিক করা হবে। শনিবার উত্তরবঙ্গের সাত জেলায় ফব-র পক্ষ থেকে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।