জলপাইগুড়ির অনাথ শিশু এবং কিশোরদের সরকারি আবাসন কোরক হোমের আবাসিকদের ভাইফোঁটা দিলেন জলপাইগুড়ির মেয়েরা। শনিবার হোম প্রাঙ্গনেই ভাইফোঁটা হয় জেলারই একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দনের উদ্যোগে। উপহার দেওয়া থেকে খাওয়া-দাওয়া, বাদ যায়নি কিছুই। ভাইফোঁটা অনুষ্ঠানে কিছুই বাদ যায়নি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির মহকুমাশাসক সীমা হালদার বলেন, “অনাথ শিশু-কিশোরেরা যাতে উত্সাহিত হয়, সেজন্য সরকারিভাবে আমরা এই ধরনের অনুষ্ঠানে সহযোগিতা করব।”
দুই ভাগে ফোটা নেন ৮৪ জন আবাসিক। হোমের আধিকারিক তাপস দাস বলেন, কোরকের আবাসিক সমস্ত সদস্য এদিন ভাইফোঁটা নিয়েছে। কোরকের আবাসিকরা নিজেদের হাতে বানানো কার্ড, এক প্যাকেট ক্যাডবেরি এবং একটি করে কলম উপহার দেন বোনেদের। স্পন্দনের পক্ষ থেকে কোরকের প্রত্যেক আবাসিকের হাতে একটি করে মিষ্টির প্যাকেট এবং কলম দেওয়া হয়। খেলার জন্য ক্রিকেট সেট ও ফুটবলও দেওয়া হয়। স্পন্দনের সম্পাদক অঞ্জন ঘোষ জানান, এই নিয়ে দশ বছরে পড়ল এই অনুষ্ঠান।
কোরক হোমের ৮ বছরের বাসিন্দা বিজিত মিঞ্জ, ৫ বছরের বাসিন্দা সুরেশ দেব বাহাদুররা বলেন, “ভাইফোঁটা আর সরস্বতী পুজোর দিন দু’টোর জন্য সারা বছর অপেক্ষা করি। ভাইফোঁটায় আমাদের বোনেরা ফোঁটা দেয় এবং সরস্বতী পুজো আমরা নিজেরাই করি। খুব মজা হয়।”