আসন্ন পুরভোটের কথা মাথায় রেখে রামঘাটকে সামনে রেখেই শিলিগুড়িতে সংগঠন মজবুত করার করার কাজে নামল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। সোমবার বিকেলে শিলিগুড়ির রামঘাটের নতুনপাড়া স্কুলে রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে জনসভা করে বাম শরিক। সেখানে ফরওয়ার্ড ব্লকে শতাধিক অনুগামীদের নিয়ে যোগ দিয়েছেন রামঘাট আন্দোলনের পরিচিত মুখ মহানন্দ মণ্ডল। শুধু তাই নয়, তাঁর স্ত্রী তথা এলাকার প্রাক্তন তৃণমূল নেত্রী বিজলি দেবীও মহিলাদের নিয়ে দলে যোগ দিয়েছেন।
সভায় বিভিন্ন নির্মাণ শ্রমিক, যুবক এবং গাড়ি চালকেরাও দলে যোগ দিয়েছেন বলে বাম নেতৃত্বের দাবি। সভায় মহানন্দবাবু জেলা নেতৃত্বকে নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে সংগঠনকে ঢেলে সাজানোর কাজ শুরু করবেন বলে জানান। উল্লেখ্য, শিলিগুড়ি শহরে ৫ নম্বর ওয়ার্ড ছাড়াও ১৮, ২২, ৩১ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের সংগঠন রয়েছে। এ ছাড়াও ৯ এবং ২৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কাউন্সিলর থাকার সুবাদে সেখানেও দলের লোকজন রয়েছে। পুরভোটের আগে দলকে ওই ওয়ার্ডগুলি ছাড়াও শহরের অন্য ওয়ার্ডগুলিতে সংগঠন ছড়াতে চাইছে দল।
এ দিন উপস্থিত ছিলের দলের রাজ্য সভাপতি বরুণ মুখোপাধ্যায়, দলের বিধায়ক পরেশ অধিকারী। রাজ্য সভাপতি বরুণবাবু বলেন, “বামপন্থী আন্দোলনকে ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বে জোরদার করার কাজ চলছে। এদিন মহানন্দ মণ্ডল আমাদের দলে যোগ দেওয়ায় সংগঠন আরও শক্তিশালী হল। এ বার বিভিন্ন ওয়ার্ডেও এই কাজ চলবে।”